৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

দেশে ফিরলেন সাকিব-মুশফিক

- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেই দেশে ফিরেছেন মুশফিকুর রহিম। রবিবার সাড়ে এগারোটায় উইকেট কিপার এই ব্যাটারের সাথে একই ফ্লাইটে ঢাকায় নেমেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান, নাজমুল হাসান পাপন ও নিজাম উদ্দিন চৌধুরী।

আগেই জানা গিয়েছিলো পারিবারিক কারণে দেশে ফিরতে পারেন মুশফিক। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে চান অভিজ্ঞ এই ক্রিকেটার। উইকেট কিপার এই ব্যাটারের দেশে ফেরার কারণ জানা গেলেও সাকিবের বিষয়টি এখনো জানা যায়নি। বিশ্বসেরা এই অলরাউন্ডারের পরিবার এই মুহুর্তে ঢাকায়, হয়তো তাদের সময় দিতেই ফিরেছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর তিন দিনের ছুটি ঘোষণা করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই সময়ে দল মাঠে কোনো অনুশীলন করবে না। তবে হোটেলে নিজেদের মতো করে জিম-সুইমিং করবেন ক্রিকেটাররা। যাদের টুকটাক চোট আছে, প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করবেন তারা।

আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। এর আগে ১৩ তারিখ টাইগার অধিনায়ক শ্রীলঙ্কায় ফিরবেন। মুশফিককে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবণা ক্ষীণ। তাই দলের সাথে যোগ দিতে নাও পারেন উইকেট কিপার এই ব্যাটার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img