নিউজিল্যান্ডে সিরিজ জয় না হলেও যা হয়েছে সেটাও তো ইতিহাস। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের হারিয়েছে বাংলাদেশ, তাও আবার টেস্টে! দ্বিতীয় ম্যাচে হারলেও টাইগারদের অর্জনকে তো আর ছোট করা যায় না। দুই ম্যাচের সিরিজ ড্র করে অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল।
শনিবার বাংলাদেশে যখন সূর্য ডুবছে প্রায়, ঠিক তখন দেশের মাটিতে পা ফেলেছেন মুমিনুল হক-ইবাদত হোসেনরা। করোনার কারণে ছিল বাড়তি সতর্কতা, তাই খেলোয়াড়দের এক পলক দেখতে ভক্ত সমর্থকদের ভীড় দেয়া হয়নি জমতে। সমর্থকদের না থাকাটা মিস করেছেন খেলোয়াড়রাও, গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়কের কণ্ঠে ঝরেছে সেই আক্ষেপ।
দলের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক, জানিয়েছেন নিজেদের সন্তুষ্টির কথা। সেইসাথে বলেছেন আরও ভালো খেলা উচিত ছিল, “কখনো আমরা ভালো খেলব, কখনো খারাপ খেলব। তবে দ্বিতীয় টেস্টে আরও ভালো খেলা উচিত ছিল।”