আইপিলের চৌদ্দতম আসরের নিলাম শেষ হয়েছে গতকাল। টেবিলের টাকার খেলায় বিক্রি হয়েছে ক্রিকেটার, কোটির অংকে মলিন হয়েছে দেশপ্রেম। অবস্থা এমন, আইপিএল চলাকালীন দেশের হয়েও খেলতে চান না ক্রিকেটাররা।
তবে কেউ আছেন যার কাছে দেশের জার্সি মূল্য অন্যরকম। দিল্লির হয়ে গেল আসরে দুর্দান্ত ছিলেন রাবাদা। তবে এই প্রোটিয়া খেলতে পারবেন না আইপিএলের আসন্ন আসরে প্রথম দিকের বেশ কয়েকটি ম্যাচ। কারণ ওই সময়টায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে সাউথ আফ্রিকা।
রাবাদা জানিয়েছেন, দেশই তার কাছে আগে।
দেশ আগে, আমি হয়তো হয়তো আইপিএলের প্রথম দিকের কিছু ম্যাচ মিস করবো, কারণ ওই সময়টায় আমাদের পাকিস্তানের বিপক্ষে সিরিজ আছে। দিল্লি ভারতের আমার ঘরের মতো। কিন্তু ন্যাশনাল ডিউটি আগে
https://twitter.com/nibraz88cricket/status/1362627538925719554
নিশ্চিতভাবেই দুর্দান্ত একটি উদাহরণ তৈরি করেছেন রাবাদা। সকালের খবর, আইপিএলের জন্য ছুটি চেয়েছেন সাকিব, খেলবেন না শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ।