২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

দোষটা কার? সোহানের নাকি বোলারের!

- Advertisement -

দ্বিতীয় ইনিংসে তখন চতুর্থ ওভার চলছে, বল হাতে তাসকিন আহমেদ। ব্যাটিংয়ে থাকা বাবর আজম পুরো বছর ধরেই আছেন ক্যারিয়ারের সেরা ছন্দে। বিশ্বকাপের ছয় ম্যাচের চারটিতেই অর্ধশতক হাঁকানো বাবর টুর্নামেন্টেও ছিলেন সর্বোচ্চ রানসংগ্রাহক। তার উইকেটটা যে তাই বাংলাদেশ দলের জন্য ‘সোনার হরিণ’, সেই ব্যাপারে নেই বিন্দুমাত্র সন্দেহ।

ব্যাটে লেগেছিল বল

উইকেটটা পেয়েছেনও দ্রুত, পাকিস্তান অধিনায়ক ৭ রান করেই তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। কিন্তু, বাবর ফিরতে পারতেন দুই বল আগেই। তাসকিনের বাউন্স বলটাকে সজোরে হাঁকাতে গিয়ে পাকিস্তান অধিনায়কের ব্যাটে লেগে বল যায় উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে। বলটা ধরলেও সোহান আবেদন করেননি উইকেটের। কোনো আবেদন করেননি বোলার তাসকিন আহমেদও।

অথচ স্লিপে দাড়ানো মোহাম্মদ নাঈম ঠিকই হাতটা তুলেছিলেন। কিন্তু, কাউকে আবেদন করতে না দেখে তিনিও হাতটা নেন নামিয়ে। এমনকি ৩০ গজের ভেতরে দাড়ানো কেউই করেননি আবেদন!

হাত তুলেছিলেন স্লিপে দাড়ানো নাঈম

বাবরকে দ্রুত ফেরানো না গেলে এই ভুলটাই হয়তো ‘কাল’ হয়ে দাড়াত বাংলাদেশের জন্য। যদিও, শেষ অব্দি কাঙ্ক্ষিত জয়টা পায়নি বাংলাদেশ। পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত উইকেটকিপিং করেছেন নুরুল হাসান সোহান, ভালো ফিল্ডিংও করেছেন টাইগাররা। কিন্তু, ম্যাচের ছোট ছোট ভুলগুলোও কখনো কখনো অনেক বড় বাধা হয়ে দাড়ায়, তা তো অস্বীকার করার কোনো উপায় নেই।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img