২৩ অক্টোবর ২০২৪, বুধবার

দ্বিতীয়দিন শেষে ৪৭৬ রানে পিছিয়ে বাংলাদেশ

- Advertisement -

চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয়দিন শেষে ১ উইকেটে ৫৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জাকির হাসান অপরাজিত আছেন ২৫ রানে, নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম ৯ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। দ্বিতীয়দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে ৪৭৬ রানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।

নিজেদের প্রথম ইনিংসে ৫৩১ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলটির হয়ে ছয় ব্যাটার ফিফটি করলেও সেঞ্চুরি করতে পারেননি কেউ। টেস্টে সেঞ্চুরি ব্যতিত এটিই সর্বোচ্চ দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। রেকর্ডটি করার পথে ধনাঞ্জয়া ডি সিলভার দল ৪৮ বছর আগে কোনো সেঞ্চুরি ব্যতিত ভারতের করা ৫২৪ রানের রেকর্ডটি নিজেদের করে নিয়েছে।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল করেছে বাংলাদেশ। দুই টাইগার ওপেনার শুরু থেকেই করেছেন সাবলীল ব্যাটিং। আসিথা ফার্নান্দো-লাহিরু কুমাররা খুব একটা সুবিধা আদায় করতে পারেননি। চট্টগ্রামের উইকেট থেকে তেমন সুইং আদায় করতে পারেননি লঙ্কান পেসাররা।

শুরুটা ভাল করলেও ইনিংস বড় করতে পারেননি মাহমুদুল হাসান জয়

প্রতিপক্ষের ব্যাটারদের মতো জয়-জাকিররাও ব্যাটিং সহায়ক উইকেটের সুবিধা কাজে লাগাচ্ছেন। খুব একটা বড় শট খেলার দিকে নজর দেননি দুই টাইগার ওপেনার। তবে মারার বল পেলে ছেড়েও দেননি, জয়-জাকিরের ব্যাট থেকে এসেছে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন চারের মার।

তবে এরপরই ঘটে ধৈর্য্যচ্যুতি। কুমারার ইনসুংয়ে পরাস্ত হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন জয়। তার আগে ৪২ বলে করেছেন ২১ রান। নাইটওয়াচম্যান তাইজুল শেষ বিকেলে বাংলাদেশকে আর বিপদে পড়তে দেননি।

শ্রীলঙ্কার হয়ে ১টি উইকেট শিকার করেছেন লাহিরু কুমারা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img