কথাটি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সরাসরি বলেননি মুমিনুল হক। তবে এক পর্যায়ে একজনের প্রশ্নের জবাবে বললেন, “সাকিব ভাই ছিলেননা জন্য সেই জায়গায় রাব্বি খেললো। এখন হয়তো যারা ছিলেননা তারা ফিরেছেন বলে হয়তো যারা খেলেছেন তারা দলের সাথে থাকবে।”
এর আগে টিম কম্বিনেশন প্রসঙ্গে বলেছেন, “সাকিব ভাই ঢুকলে টিম কম্বিনেশন ইজি হয়। তিনি এই দুদিন প্র্যাকটিস করলেন। ভালোই আছেন। আমরা ৪ জন বোলার ও ৭জন ব্যাটসম্যান নিয়ে খেলবো”
এই দুই উক্তি থেকে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে আঁচ করা কঠিন নয়, দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসানকে জায়গা করে দিতে হয়তো জায়গা ছাড়তে হবে আগের টেস্টে অভিষেক হওয়া ইয়াসির আলী রাব্বিকে।
২০১৯ সাল থেকে জাতীয় দলের সাথে ঘোরার পর অবশেষে চট্টগ্রাম টেস্টে একাদশে জায়গা পেয়েছিলেন ইয়াসির। দ্বিতীয় ইনিংসে ৩৬ রান করে দলকে বিপদ থেকে উদ্ধার করছিলেন, তখনই শাহীন শাহ আফ্রিদির বাউন্সারে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় চট্টগ্রামের তরুণকে। দ্বিতীয় টেস্টে হয়তো আর খেলাই হচ্ছে না।
এছাড়াও দ্বিতীয় টেস্টে মাঠে নামা অনিশ্চিত চোট কাটিয়ে দলে ফেরা তাসকিন আহমেদের। এই সিরিজ শেষেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের কথা মাথায় রেখেই খুব সম্ভবত পুরোপুরি ফিট হয়ে উঠতে এই টেস্টে বিশ্রামে রাখা হবে তাসকিনকে।
“তাসকিন খেলবে কিনা সেটির জন্য ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করবো আমরা। এই ম্যাচের জন্য সে তৈরি কিনা সেটি নিশ্চিত নই, তবে এটুকু বলতে পারি নিউজিল্যান্ড সিরিজের জন্য সে পুরোপুরি তৈরি” -বলেছেন মুমিনুল
এছাড়াও সাইফ হাসান টাইফয়েডে বাদ পড়ায় মাহমুদুল হাসান জয়ের টেস্ট অভিষেকও হয়ে যেতে পারে।