৪ ডিসেম্বর ২০২৪, বুধবার

দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ

- Advertisement -

৮ উইকেটে ২৯৪ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশ কোনো উইকেট না হারিয়েই সেশন শেষ করেছে। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪০৪ রান।  প্রথম সেশনেই মাহমুদউল্লাহ নিজের পঞ্চম সেঞ্চুরি আর তাসকিন করেছেন ক্যারিয়ারের প্রথম ফিফটি।

মাহমুদউল্লাহ আর তাসকিন দ্বিতীয় দিনের খেলার শুরু থেকেই আক্রমনাত্মক ছিলেন। এই সেশনের ২৪ ওভারে দুজনে ওভারপ্রতি প্রায় পাঁচ রান করে ১১০ রান তোলেন। সকালের সেশনে উত্তেজনাও ছিল বেশ, দুই দলের দুই পেসার তাসকিন আর মুজারাবনির মাঠের উত্তেজনা ছড়িয়ে যায় তাদের শরীরি ভাষায়ও। আম্পায়ারের হস্তক্ষেপে অবশ্য থামে সেই লড়াই।

 

সকালের সেশনেই নিজের প্রত্যাবর্তন টেস্টে ৯৫ থেকে পরপর দুই চারে ১০৩ রানে পৌঁছান মাহমুদউল্লাহ। তাসকিনও ৮ চারে করেছেন ৫২ রান । দ্বিতীয় দিনের সকালে ভালো সেশন কাটানোর পর  বাংলাদেশ নিজেদের রানের পাহাড়েই দেখতে চাইবে। সেশন শেষে মাহমুদউল্লাহ ১১২ এবং তাসকিন অপ্রাজিত থাকেন ৫২ রান করে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img