২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

দ্বিতীয় দিন শেষে চালকের আসনে নিউজিল্যান্ড

- Advertisement -

ভারতের ১৬তম খেলোয়াড় হিসেবে অভিষেকেই সেঞ্চুরির দেখা পেয়েছেন শ্রেয়াস আইয়ার। তার ১০৫ রানের ইনিংসে ভর করেই প্রথম ইনিংস শেষে স্কোরবোর্ডে স্বাগতিকরা তুলতে পেরেছে ৩৪৫। প্রথম ইনিংসে অর্ধশতক তুলে নিয়েছেন ওপেনার শুভমন গিল এবং রবীন্দ্র জাদেজাও। নিউজিল্যান্ডের হয়ে ৬৯ রানে ৫ উইকেট নিয়েছেন পেসার টিম সাউদি, আরেক পেসার কাইল জেমিসনের সংগ্রহ ২টি।

অভিষেকেই শতক তুলে নিয়েছেন আইয়ার

কিউই দুই পেসারকে দুর্দান্ত ছন্দে দেখে ইশান্ত শর্মা-উমেশ যাদবদের নিয়ে স্বপ্ন দেখছিলেন ভারতীয় সমর্থকেরাও। সেই সাথে ঘরের মাঠে রবীচন্দ্রন অশ্বিন, জাদেজা কতটা ভয়ংকর হতে পারেন তা তো অনুমান করাই যায়। কিন্তু, সব আশাকে নিরাশায় পরিণত করেছেন দুই কিউই ওপেনার; মাঠ ছেড়েছেন অপরাজিত থেকেই। ৫৭ ওভারে দলকে এনে দিয়েছেন ১২৯ রান; উইল ইয়ংয়ের ৭৫* রানের পাশাপাশি টম লাথামের ব্যাট থেকেও এসেছে ৫০*।

৭৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন ইয়ং

দ্বিতীয় দিনে কোনো উইকেট না হারালেও নিউজিল্যান্ড দিনশেষে পিছিয়ে আছে ২১৬ রানে। এখন দেখার অপেক্ষা নিজেদের ইনিংসটাকে কতবড় করতে পারেন দুই ওপেনার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img