২৭ জুলাই ২০২৪, শনিবার

দ্বিতীয় বাংলাদেশী টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিংয়ে সাজেদুল

- Advertisement -

বিকেএসপিতে চলছে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২০-২১ এর খেলা। বুধবার এনামুল হক মনির পর  বাংলাদেশের টেস্ট খেলা দ্বিতীয় প্লেয়ার হিসেবে আম্পায়ারিংয়ের দায়িত্বে দেখা গেছে সাবেক পেস বোলার সাজেদুল ইসলামকে। সিলেট এবং বরিশাল অনূর্ধ্ব-১৮ দলের মধ্যকার ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করছেন তিনি।

চশমা চোখে সাজেদুল ইসলাম

ছিলেন বিকেএসপির স্টুডেন্ট, জীবনের অনেকটা সময় পার করেছেন এই বিকেএসপিতেই। পরিচিত অঙ্গনেই অপরিচিত এক দায়িত্বে সাজেদুল। বাঁহাতি পেসার জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। ক্যারিয়ারটা হতে পারতো অন্যরকমও, কিন্তু ইনজুরি তাকে ঠেলে দিয়েছে যোজন যোজন দূরে। যেখান থেকে ফিরে আসার গল্প ক্রিকেট ইতিহাসে থাকলেও, পারেননি সাজেদুল।

নিউজিল্যান্ড সিরিজ শেষে

২০০৮ সালে অভিষেক, প্রতিপক্ষ ঘরের মাঠে শক্তিশালী নিউজিল্যান্ড। সৈয়দ রাসেলের বিকল্প হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে সাজেদুল। দুইটি টেস্টে বোলিংটা খারাপ করেননি, তুলে নিয়েছিলেন স্টিফেন ফ্লেমিংয়ের উইকেটটিও। কিন্তু, ঘরের মাঠে নির্বাচকদের চোখের আড়ালে সাজেদুল। তৃতীয় টেস্টে মাঠে নামার আগে অপেক্ষা করেছেন পাঁচ পাঁচটি বছর। ২০১৩ সালে যখন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে দলে ফিরলেন আবারও, তখন সেটাই হয়ে থাকলো ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ।

আম্পায়ারিংয়ে নতুন ক্যারিয়ার শুরু করলেন ৩৩ বছর বয়সী সাজেদুল ইসলাম। যেই বয়সে ক্রিকেটবিশ্ব কাঁপিয়ে বেড়াচ্ছেন অনেকে, সেই বয়সেই বেছে নিলেন আম্পারিংটাকেই। তার এই পথচলাটা কেমন হয় সেটাই দেখার অপেক্ষায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img