২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

দ্বিতীয় স্পেলে ফিজ করতে পারলেন মাত্র এক বল!

- Advertisement -

প্রথম স্পেলে দুই ওভারে মুস্তাফিজুর রহমান দিয়েছিলেন ১১ রান। দ্বিতীয় স্পেলে যখন বল করতে এলেন তখন ইনিংসের ১৪তম ওভার। প্রথম বলটা করে আরেকটা বল করার জন্য ফিরলেও, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সাথে খানিকক্ষণ কথা বলে মাঠ থেকে গেলেন বেড়িয়ে।

অধিনায়ক রিয়াদের সাথে আলাপচারিতায় ফিজ

ইশারায় রিয়াদ আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করছিলেন ফিজ ব্যথা অনুভব করছেন পাঁজড়ে। বল করতে হচ্ছে ভীষণ অসুবিধা। ম্যাচ হাত থেকে ফসকে গেছে বলেই হয়তো রিয়াদ  নিতে চাইলেন না ঝুকি; বাকি ৫টা বল করালেন শরিফুল ইসলামকে দিয়ে।

মুস্তাফিজের ইনজুরির ব্যাপারে বিস্তারিত জানা না গেলেও দলের খারাপ সময়ে ভক্ত সমর্থকেরা নিশ্চয়ই চাইবে দ্রুত সুস্থ্য হয়ে উঠুক কাটার মাস্টার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img