তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তার দল লন্ডন স্প্রিটের কোচ শেন ওয়ার্ন এ কথা নিশ্চিত করেছেন।
আগামী মাসের ২১ তারিখ থেকে মাঠে গড়াবে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের উদ্বোধনী আসর। যার পর্দা নামবে অগাষ্টের ২১ তারিখ। ৮টি ফ্রাঞ্চাইজি নিয়ে নারী-পুরুষ উভয়েরই অংশগ্রহন থাকছে আসরে। শুধু তাই নয়, একই দিনে একই ভেন্যুতে একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে পুরুষ এবং মহিলা দল।
London Spirit’s Maxwell becomes latest Australian to pull out of The Hundred
✍️ @willis_macphttps://t.co/CwR8mc2TIT
— Standard Sport (@standardsport) June 25, 2021
ম্যাক্সওয়েলের আগে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছিলেন মার্কাস স্তইনিস এবং ডেভিড ওয়ার্নার। ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে অংশ নিতে ম্যাক্সওয়েল-স্তইনিস নাম উঠিয়ে নিয়েছেন অজিদের বাংলাদেশ সফরের দল থেকে। শুধু পুরুষদল নয়, ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছেন অজিদের নারী ক্রিকেটার র্যাকায়েল হেইনস।
লন্ডন স্প্রিট শিবিরে ম্যাক্সওয়েলের স্থলাভিষিক্ত হবেন পার্থ স্কর্চার্স ব্যাটসম্যান জশ ইংলিশ। সম্প্রতি লেষ্টারশায়ারের হয়ে কাউন্টিতে ১০৩ রানের আলো ঝলমলে ইনিংসই এই সুযোগ এনে দিয়েছে ইংলিশের সামনে।