২০ জানুয়ারি ২০২৫, সোমবার

দ্রাবিড়ের অধীনে এ যেন অন্য এক ভারত!

- Advertisement -

মুম্বাইয়ে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে নিউজিল্যান্ডকে ৩৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ভারত। রোমাঞ্চে ভরা মুম্বাই টেস্টে ঘটেছে মনে রাখার মতো বেশ কিছু ঘটনা। মায়াঙ্ক আগারওয়াল ফিরেই পেয়েছেন সেঞ্চুরি, নাম তুলেছেন ওয়াংখেড়ের অনার্স বোর্ডে। সেই ছবি পোস্ট করেছে বিসিসিআইও।

বিসিসিআই আরও পোস্ট করেছে রবীচন্দ্রন অশ্বিনের সাথে ‘দশ’ উইকেট নেয়া এজাজ প্যাটেলের সুখকর মুহুর্তের ছবিও। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় স্পিনার একটি জার্সি তুলে দিচ্ছেন এজাজের হাতে। জার্সিতে আছে ভারতীয় খেলোয়াড়দের স্বাক্ষর, আর সেটা পেয়েই মুগ্ধ এজাজ। মুম্বাইয়ে জন্ম, সেখানেই করেছেন বিশ্বরেকর্ড। ম্যাচশেষে বিপক্ষ দলের খেলোয়াড়েরদের থেকেও যে এভাবে অভিবাদন পাবেন, সেটা নিশ্চয়ই ভাবেননি ইংলিশ স্পিনার।

ম্যাচশেষে আরও দেখা গেছে দুই দলের দুইজন করে চারজন খেলোয়াড়কে পাশাপাশি দাড়িয়ে অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজার নাম পূর্ণ করতে। প্রথমে দাড়িয়েছিলেন অক্ষর প্যাটেল, তার জার্সির তার পাশেই দাড়িয়ে এজাজ প্যাটেল। অক্ষরের জার্সির পেছনের ‘অক্ষর’ আর এজাজের জার্সির পেছনের ‘প্যাটেল’ মিলে হয়েছে অক্ষর প্যাটেল। একইভাবে, রাচীন রবীন্দ্রর ‘রবীন্দ্র’ এবং রবীন্দ্র জাদেজার ‘জাদেজা’ মিলে হয়েছে রবীন্দ্র জাদেজা।

তবে, সবকিছুকে বোধহয় ছাপিয়ে গেছে ভারতীয় দলের পক্ষ থেকে গ্রাউন্ডসম্যানদের ৩৫০০০ রুপি সহযোগিতায়। রাহুল দ্রাবিড়ের অধীনে এই ভারতীয় দল কানপুরেও গ্রাউন্ডসকর্মীদের দিয়েছে ৩৫ হাজার রুপি। সবমিলে জয় পরাজয়কে ছাপিয়ে ভারতীয় দল যে রাহুল দ্রাবিড়ের অধীনে এগোচ্ছে এক হয়ে খেলার পথে, সেটা অনুমান করাই যায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img