NCC Bank
- Advertisement -NCC Bank
১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার

দ.আফ্রিকা – ইংল্যান্ড ওয়ানডে সিরিজ বাতিল

- Advertisement -

করোনাভাইরাসের কারণে দক্ষিণ আফ্রিকা- ইংল্যান্ড প্রথম ওয়ানডে পিছিয়ে গিয়েছিল দুইদিন। তবে পরবর্তীতে তা বাতিলই হয়ে যায়। সূচি অনুযায়ী সোমবার ছিল সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সংশ্লিষ্ট দুই বোর্ডের সমঝতায় সেটাও আজ মাঠে গড়ায়নি।

প্রোটিয়া দলের একজন সদস্য কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরেও স্বাগতিক বোর্ড চাইছিল পঞ্চাশ ওভারের সিরিজ চালিয়ে নিতে। তবে পরবর্তীতে দলের সাথে থাকা দুই সাপোর্টিং স্টাফ করোনা আক্রান্ত হওয়ার পর বাতিল হয় প্রথম ওয়ানডে।

প্রথম ওয়ানডে বাতিল এবং দ্বিতীয় ওয়ানডে স্থগিতের পর স্বাভাবিকভাবেই পুরো সিরিজ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। গণমাধ্যমের খবর অনুযায়ী, করোনা ভীতি কাজ করছে সফররত ইংলিশদের মনে। তাই দক্ষিণ আফ্রিকা – ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাতিলের সম্ভাবনাই ছিল বেশী।

সেটাই হলো, সোমবার রাতে বাতিল ঘোষণা করা হয়েছে ইংলিশদের প্রোটিয়া সফর। করোনা পরবর্তী বাতিল হওয়া এটাই প্রথম সিরিজ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img