২৭ জুলাই ২০২৪, শনিবার

ধর্ষণের দায়ে শাস্তি পেলেন দানি আলভেজ

- Advertisement -

ধর্ষণের দায়ে ব্রাজিল ও বার্সেলোনার সাবেক ফুটবলার দানি আলভেজকে সাড়ে চার বছরের কারাদন্ড দিয়েছে স্পেনের একটি আদালত। ২০২২ সালে নৈশ পার্টিতে আলভেজের কাছে ধর্ষণের শিকার হয়েছিলেন বলে মামলা করেছিলেন ভুক্তভোগী নারী। সেই মামলার পরিপ্রেক্ষিতে সাড়ে চার বছরের শাস্তি পেলেন ব্রাজিলের সাবেক এ ফুটবলার।

রায়ের বিষয়ে স্পেনের আদালত বলেছে, “ভুক্তভোগী সম্মতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর করা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে”

গত ৭ ফেব্রুয়ারি এই মামলার বিচারকাজ শেষ হয়। এরপর থেকেই রায়ের অপেক্ষায় ছিলেন আলভেজ। তবে মামলার রায় পক্ষে গেল না ব্রাজিল ও বার্সেলোনার সাবেক এ ফুটবলারের। তার দাবি ছিল ভুক্তভোগীর সম্মতিতেই তিনি সম্পর্কে জড়িয়েছিলেন।

২০২৩ সালের জানুয়ারি মাসে ধর্ষণের অভিযোগে আলভেজের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। সেখানে তিনি বলেন, বার্সেলোনায় একটি নৈশ পার্টিতে হোটেলের বাথরুমে জোর করে আলভেজ তাকে ধর্ষণ করে। মামলার ৭দিন পরেই ব্রাজিলিয়ান তারকাকে গ্রেফতার করে স্পেনের পুলিশ। এরপর থেকেই কারাগারে আছেন তিনি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img