১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

ধারাবাহিক পারফর্ম্যান্সের কারণেই সাকিব অন্যতম সেরা অলরাউন্ডার 

- Advertisement -

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম সাকিব আল হাসান। অনেক বছর ধরেই অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিবের রাজত্ব। ধারাবাহিক পারফর্ম্যান্সের কারণেই সাকিব এই পর্যায়ে এসেছে বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান।

আইপিএলে ইংলিশ সাবেক অধিনায়কের সাথে মাঠ মাতিয়েছেন টাইগার অধিনায়ক। এছাড়াও ২০০৬ সালর অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন দুজনে। আন্তর্জাতিক ক্রিকেটেও একে অপরের মুখোমুখি হয়েছেন অনেকবার। তাই সাকিব সম্পর্কে বেশ ভালোভাবে ধারণা রাখেন মরগান। কেনো টাইগার অধিনায়ককে দুনিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার ধরা হয়, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

সাকিবের প্রশংসা করেছেন ইয়ন মরগান

মরগান বলেন, “পারফর্মার সাকিব অবিশ্বাস্য। ওকে দুনিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার ধরা হয়, এবং কেন ধরা হয় সেটা ওর ভালো পারফর্ম্যান্স এবং ধারাবাহিক পারফর্ম্যান্সই প্রমাণ করে। এটা ওর পঞ্চম ওয়ার্ল্ড কাপ, এতগুলো বিশ্বকাপ বর্তমানে খেলা কোনো প্লেয়ার খেলেনি। এটাই তাঁকে অন্যতম সেরা অলরাউন্ডার বানিয়েছে”

বর্তমানে টি-টোয়েন্টি ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে টাইগার অধিনায়ক। টেস্টে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে আছেন সাকিব। দীর্ঘ সময় ক্রিকেটের দীর্ঘ এই ফরম্যাটেও শীর্ষে ছিলেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img