২৭ জুলাই ২০২৪, শনিবার

নতুন চ্যাম্পিয়ন নাকি পুরাতনদের হাতেই শিরোপা!

- Advertisement -

সুপার সানডেতে সুপার ম্যাচ। ফেডারেশন কাপে শিরোপার লড়াই। ফাইনালের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল ৪টায়।

টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামবে বসুন্ধরা কিংস। জিতলে দ্বিতীয়বার উঠবে তাদের হাতে শিরোপা। অপরদিকে সাইফ স্পোর্টিং খেলবে প্রথম কোন শিরোপা ছিনিয়ে নিতে। দু’দলই ফাইনালে উঠেছে দুই আবাহনীকে হারিয়ে। প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারায় সাইফ স্পোর্টিং। আর ঢাকা আবাহনীর বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতে বসুন্ধরা কিংস।

ফাইনালের আগে দু’দলের কোচ কথা বলেন নিজ নিজ দলের শক্তি-সামর্থ্য নিয়ে। বসুন্ধরার কোচ অস্কার ব্রুজোন ফাইনালে নিজেদেরকে ফেভারিট মানছেন না, তবে প্রতিপক্ষকেও খুব বেশি এগিয়েও রাখছেন না।

আর সাইফ স্পোর্টিং কোচ পল পুট জানান-“ প্রতিপক্ষ খুব নিখুঁত দল। খুব বড় একটা প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি। তবে যতটুকু সামর্থ্য আছে, ততটুকু দিয়ে আমরা চেষ্টা করব, সে আত্মবিশ্বাস আমাদের আছে।”

টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে  ঢাকা আবাহনী। তারাই সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারা মোট ফাইনাল খেলেছে ১৪ বার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img