৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

নতুন বছরে জামাল-মোরসালিনদের সামনে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ

- Advertisement -

২০২৩ সালটা ভালো কেটেছে বাংলাদেশ ফুটবল দলের। ১৪ বছর পর সাফের সেমিফাইনালে খেলেছে জামাল ভূঁইয়ার দল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপকে পেছনে ফেলে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেখানে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলেও পরের ম্যাচেই লেবাননের সাথে জয়ের সমান ড্র করেছে ফুটবলাররা। শেখ মোরসালিন-রাকিব হোসেনরা বড় দলের সাথে দেখিয়েছেন লড়াই করার মানসিকতা। তাই ২০২৪ সাল ফয়সাল আহমেদ ফাহিম-বিশ্বনাথ ঘোষদের সামনে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ।

গত বছরে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এ বছর খেলবে আরও চারটি ম্যাচ। অস্ট্রেলিয়ার সাথে ঘরের মাঠে, লেবাননের বিপক্ষে তাদের মাঠে ও ফিলিস্তিনের বিপক্ষে হোম এন্ড অ্যাওয়ে ম্যাচ খেলবে জামাল-মোরসালিনরা। গত বছরে ভালো করায় খেলোয়াড়দের কাছে প্রত্যাশা বেড়েছে সমর্থকদের। গত বছরের ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখাই নতুন বছরে চাওয়া ফুটবলাদের। ২০২৩ সাল নিয়ে সন্তুষ্টি ঝড়েছে জামালের কন্ঠে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া দলকে আরও উপরে নিয়ে যেতে চান

সেই সাথে ২০২৪ সালে আরও উন্নতি করতে চেয়ে দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, “২০২৩ আমরা উপভোগ করেছি। আমি মনে করি, বিদায়ী বছরে আমরা ভালো খেলেছি। শক্তিশালী দলের সঙ্গে লড়াই করেছি। কিছু হতাশা থাকলেও অনেক ইতিবাচক দিক আছে। এ বছর আমরা আরেক ধাপ ওপরে যেতে চাই। উন্নতি করতে চাই নিজেদের অবস্থানের”

নতুন বছরে জাতীয় নারী ফুটবল দলের সামনে সাফের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। সেটি মাথায় রেখেই নতুন বছরে এগোতে চান অধিনায়ক সাবিন খাতুন।

তিনি বলেন, “নতুন বছরের অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ, সাফ মাথায় রেখেই এগোতে হবে। সাফের শিরোপা ধরে রাখতে চাইব নতুন বছরে। আর চাইব, এ বছর যেন আরও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারি। সাফের ভালো প্রস্তুতির জন্য প্রীতি ম্যাচের বিকল্প নেই। আরেকটা চাওয়াও আছে—মেয়েদের ঘরোয়া টুর্নামেন্ট যেন বাড়ে”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img