১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

কামিন্স-ফিলিপ্সের সাথে সেরার দৌড়ে তাইজুল

- Advertisement -

গেল বছর ডিসেম্বর মাস তাইজুল ইসলামের দারুণ কেটেছে। প্রথমবার ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের নায়ক ছিলেন বাঁহাতি এই স্পিনার, ছিলেন সিরিজসেরাও। লাল বলের ক্রিকেটে তাইজুলের অসাধারণ পারফর্ম্যান্স নজর কেড়েছে আইসিসির। তাই ডিসেম্বরের মাসসেরা ক্রিকেটারের তালিকাতেও মনোনয়ন পেয়েছেন তাইজুল। এ তালিকায় তাঁর সঙ্গী অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপ্স।

বাংলাদেশের মাটিতে রীতিমতো অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ডিসেম্বরে টেস্ট খেলতে এসেছিল নিউজিল্যান্ড। তবে তাইজুলের দুই ইনিংসে ১০ উইকেটের কল্যাণে সিলেটে কিউইদের ১৫০ রানে হারায় টাইগাররা। শুধু তাই না, এরপর ঢাকা টেস্ট হারলেও ৫ উইকেট নিয়ে সিরিজসেরা হন তাইজুল ইসলাম।

তাইজুলের মতোই গেল মাসে দারুণ পারফর্ম করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। দুই ইনিংসেই শিকার করেন পাঁচ  উইকেট। সেই সাথে স্পর্শ করেন ২৫০ উইকেটের মাইলফলকও। তাঁর নৈপুণ্যে মেলবোর্ন টেস্ট জিতে র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠে অস্ট্রেলিয়া। তাতেই সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন কামিন্স।

উইকেটরক্ষক ব্যাটার হলেও বাংলাদেশ সফরে এসে ডানহাতি অফব্রেক বোলার হিসেবে প্রথম টেস্টে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে ৬২ বলে ৪২ রান করেন গ্লেন ফিলিপ্স। যদিও দলকে ম্যাচ জেতাতে ব্যর্থ হন তিনি। তবে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৮৭ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪০ রান করে সিরিজে সমতা আনতে সাহায্য করেন এই কিউই।

এছাড়াও মেয়েদের বিভাগে মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের প্রেশাস মারাঙ্গে, ভারতের জেমাইমা রদ্রিগেজ ও দীপ্তি শর্মা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img