স্কটল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিং নিয়ে ভালো সূচনা করেছে বাংলাদেশ। নতুন বল হাতে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিনের বোলিং তোপে পাওয়ারপ্লের ৬ ওভার শেষে ১ উইকেটে ৩৯ রান তুলতে সক্ষম হয়েছে স্কটল্যান্ড।
প্রথম ওভারে গতির ঝড় তুলে ৫টি ডট বল দিলেও এক ওভার পরেই তাঁকে তুলে নিয়ে সাইফুদ্দিনকে নামান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টোটকা কাজে দেয় তৎক্ষণাৎ; কাইল কোয়েতজারকে বোল্ড করে দেন সাইফুদ্দিন। তাসকিনের পরের ওভারে জর্জ মানসির ক্যাচ ছেড়ে দেন সাকিব আল হাসান। অবশ্য এমনিতেও নো বল ছিল সেটি।
Mohammad Saifuddin claims Bangladesh's first wicket at the 2021 #T20WorldCup
He removes the Scotland skipper ☝️
Follow #BANvSCO ⬇️
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 17, 2021
মুস্তাফিজ প্রথম ওভারটি মেডেন দিলেও পরের ওভারে দিয়ে বসেন ১৩ রান। তাতে একটু হলেও লাগাম আলগা হয়েছে বাংলাদেশের।
এই মুহুর্তে মানসি ২৬* রানে ও ক্রস ৮* রানে অপরাজিত আছেন।