১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার

নতুন মৌসুম শুরুর আগে দলের প্রস্তুতিতে অসন্তুষ্ট গার্দিওলা

- Advertisement -

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কমিউনিটি শিল্ড জেতার পরও প্রিমিয়ার লিগের আগামী মৌসুমের জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত ভাবতে পারছেন না ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

শনিবার ওয়েম্বলিতে ১-১ গোলে ড্র করার পর ম্যানচেস্টার ইউনাইটেডকে টাইব্রেকারে হারিয়ে আরেকটি শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। আগামী সপ্তাহে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করবে গার্দিওলার দল। তবে নতুন মৌসুমের আগে নিজেদের প্রস্তুতিকে যথেষ্ট মনে করছেন না সিটি কোচ।

“আমরা প্রস্তুত কি না, সে উত্তর আমি দিতে পারছি না। আমরা আজ হারতেও পারতাম। কয়েক মিনিট আগেও আমরা হারের কাছাকাছি ছিলাম। যে কারণে এখন অপেক্ষা করতে হবে”-জানিয়েছেন পেপ গার্দিওলা

শিরোপা জয় প্রত্যেক দলের জন্যই আনন্দের, তবে সেই আনন্দে গা ভাসিয়ে দেওয়া উচিত নয় বলে মনে করেন গার্দিওলা। দল ইতবাচক খেললেও সেরা ফুটবল থেকে এখনও অনেক দূরে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এখনও নিজেদের সেরা ফুটবল থেকে অনেক দূরে আছি। এটা অবশ্য ভালো যে আমরা একটি শিরোপা জিতে শুরু করতে পেরেছি।” 

কমিউনিটি শিল্ডের লড়াইয়ে হার থেকে মাত্র কয়েক মিনিট দূরে ছিল ম্যান সিটি। ৮২ মিনিটে আলেসান্দ্রো গারনাচোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। বদলি হিসেবে নেমে ৮৯ মিনিটে গোল করে সিটিকে সমতায় ফেরান বের্নার্দো সিলভা। এরপর টাইব্রেকারে ইউনাইটেডকে ৭-৬ গোলে হারায় সিটি। তবে এতেই থেমে থাকতে চান না গার্দিওলার। ট্রফি ক্যাবিনেটে চান আরও শিরোপা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img