১৩ অক্টোবর ২০২৪, রবিবার

নতুন রেকর্ডে বাবর আজম

- Advertisement -

বাবর আজমের জন্য এই অভিজ্ঞতা নতুন কিছু না। ২০২১ সালের এপ্রিলে এবং গেল বছরের মার্চেও জিতেছিলেন আইসিসি ‘মেন্স প্লেয়ার অব দ্য মান্থ’-এর পুরস্কার। এ বছরও আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন বাবর আজম। টানা তিন বছর সর্বোচ্চ তিনবার এ পুরস্কার জিতে রীতিমতো নতুন রেকর্ডই গড়লেন পাক অধিনায়ক।

গত মাসে দুর্দান্ত পারফর্ম করে সতীর্থ শাদাব খান এবং ওয়েস্ট ইন্ডিজের হার্ড-হিটার নিকোলাস পুরানকে পেছনে ফেলে এই পুরস্কার জিতলেন বাবর। আইসিসির মাসসেরার পুরস্কার পেয়ে আনন্দিত বাবর বলেন, “আগস্ট মাসের সেরা খেলোয়াড় হতে পেরে আমি আনন্দিত। গত মাসটা আমার এবং দলের জন্য অসাধারণ ছিল। এ সময় কিছু দারুণ ইনিংস খেলেছি।” 

এশিয়া কাপে নেপালের বিপক্ষে ১৩১ বলে ১৫১ রান করেন বাবর আজম

গত মাসে চার ওয়ানডে খেলে এক সেঞ্চুরি ও দুই ফিফটিসহ মোট ২৬৪ রান করেছিলেন বাবর আজম। শ্রীলংকার মাটিতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে করেছিলেন যথাক্রমে ৫৩ ও ৬০ রান। এরপর এশিয়া কাপে নেপালের বিপক্ষে ১৫১ রানের ইনিংস খেলে গড়েন দারুণ এক কীর্তি। সবচেয়ে কম ম্যাচ খেলে ১৯তম ওয়ানডে সেঞ্চুরির মালিক হয়েছেন বাবর। সেই ইনিংসের কথা আরো একবার স্মরণ করে তিনি বলেন, “এতদিন পর পাকিস্তানে এশিয়া কাপ হচ্ছে। ঘরের মাটিতে ১৫১ রান করেছি, যা ওয়ানডেতে আমার দ্বিতীয় দেড়শো প্লাস স্কোর। মুলতান ও লাহোরের ক্রিকেটপ্রেমী মানুষের সামনে খেলতে পেরে দারুণ লাগছিল”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img