১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার

নাইজেরিয়াকে কাঁদিয়ে আফ্রিকার সেরা আইভরিকোষ্ট

- Advertisement -

২০১৫ সালে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রকে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে উঠেছিল আইভরিকোস্ট, সেবার শিরোপাও জিতেছিল তারা। নয় বছর পর আবারও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রকে হারিয়ে মহাদেশীয় এ টুর্নামেন্টের ফাইনালে নিশ্চিত করে আইভরিকোস্ট। তাতে করে আরও একবার আফ্রিকার সেরা হওয়ার স্বপ্ন দেখছিল দেশটির সমর্থকরা। তাদেরকে হতাশ করেননি ফ্র্যাঙ্ক কেসিরা। নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো আফ্রিকার শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের করে নিল তারা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আইভরিকোস্ট। বেশ কয়েকবার দারুণ সুযোগও তৈরি করে স্বাগতিকরা। কিন্তু খেলার ধারার বিপরীতে গোল হজম করে বসে কেসি-হালাররা। ৩৮ মিনিটে ম্যাচে লিড নেয় নাইজেরিয়া। ট্রুস্ট ইকং আফ্রিকার সুপার ঈগলদের এগিয়ে দেন। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আইভরিকোষ্ট।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করে আইভরিকোষ্ট। ৬২ মিনিটে দলকে সমতায় ফেরান কেসি। তাতেই জমে ওঠে ম্যাচ। ৮১ মিনিটে আইভরিকোষ্টকে দ্বিতীয় গোল এনে দেন হালার। এরপর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি ভিক্টর ওসিমেনরা।

এই জয়ে গ্রুপ পর্বে নাইজেরিয়ার কাছে হারের প্রতিশোধও নিল আইভরিকোষ্ট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img