২৭ জুলাই ২০২৪, শনিবার

নাইমের অর্ধশতক, ৪২ রানে ফিরেছেন সাকিব

- Advertisement -

দুজনের তৃতীয় উইকেট জুটিতে এসেছে ৮০ রান; অর্ধশতকের আশা দেখাচ্ছিলেন সাকিব আল হাসান-মোহাম্মদ নাইম দুজনই। কিন্তু, ২৯ বলে ৪২ রান করে পয়েন্টে দাড়ানো ইলিয়াসের ডিরেক্ট থ্রোতে রানআউট হয়েই প্যাভিলিয়নে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব ফিরলেও  বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ইনিংসে খেলতে নেমে অর্ধশতক তুলে নিয়েছেন টাইগার ওপেনার নাইম।

একাদশে ফিরেই ব্যাটিংয়ে মোহাম্মদ নাইম; বিলাল খানের করা আউটসুইং ডেলিভারিটাকে ছেড়ে দিয়ে করলেন ইনিংসের সূচনা। পরের চার বলে কোনো রান তুলতে পারলেন না নাইম, শেষ বলে এক রান নিয়ে স্ট্রাইকটা নিজের কাছেই রাখলেন টাইগার ওপেনার। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে যেই রানটা নিলেন, সেটাও এলো বিপক্ষ দলের ভুল থ্রোতে। প্রথম ১২ বলের ৯টিই দিয়েছেন ডট; মোহাম্মদ নাইমের ব্যাট থেকে ইনিংসের প্রথম বাউন্ডারিটি যখন এলো ততোক্ষণে পেরিয়ে গেছে তিন ওভার তিন বল। নাইমও খেলে ফেলেছেন ১২টি বল! কালিমুল্লাহর দ্বিতীয় ওভারের তৃতীয় বলে লেট কাটে নাইমের চার, পরের বলেই মিড উইকেটের উপর দিয়ে ছয়!

টানা দুই বলে দুইটি বাউন্ডারি হাঁকিয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলার আভাস দিলেও নাইমের ব্যাট থেকে পরবর্তী বাউন্ডারিটি এসেছে নয় বল পর! সেটাও আবার জাতিন্দর সিংয়ের ভুলে। অফের উচু বলটাকে ডিপ পয়েন্টে ছক্কা মারতে গিয়ে জাতিন্দরের হাতে বল, নিশ্চিত ক্যাচটাকে উল্টো ছক্কা করে দিয়েছেন ওমান দলের ওপেনার। পরের ওভারেই পুল করতে গিয়ে শর্টে দাড়ানো প্রজাপতির হাতে আবারো ক্যাচ তুলে দিয়েছেন টাইগার ওপেনার। আবারো ক্যাচ মিস!

পরের বাউন্ডারিটি নাইমের এসেছে আরো ১২ বল পর। নাদিমের বলে মিড উইকেটের উপর দিয়ে নাইমের ছক্কা। অর্ধশতকটাও এসেছে বাউন্ডারি থেকেই। ৩ চার এবং ৩ ছয়ে ৪৪ বলে নাইমের অর্ধশতক!

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img