বিপিএলের দশম আসরের প্রথম ম্যাচেই দারুণ এক ফিফটি করে দুর্দান্ত ঢাকাকে ম্যাচ জিতিয়েছিলেন মোহাম্মদ নাঈম শেখ। প্রথম ১৪ বলে ২৮ রান করা বাঁহাতি এ ব্যাটার ফিফটি ছুঁয়েছিলেন ৩৮ বলে। পরের দুই ম্যাচে নিজেকে মেলে ধরতে না পারলেও ঢাকার চতুর্থ ম্যাচে খুলনার বিপক্ষে ২১ বলে করেছিলেন ৪১ রান। এর পরের ম্যাচে আবারও ফ্লপ। অবস্থা এমন, নাঈম এক ম্যাচে দুর্দান্ত খেলেন তো পরের ম্যাচে ফ্লপ।
নাঈম ঢাকার হয়ে নিয়মিত ইনিংসের শুরুটা করছেন। তবে ধারাবাহিকভাবে রান করতে পারছেন না। নাঈম নিজের অ্যাবিলিটি সম্পর্ক্যে বোঝে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ঢাকার হেড কোচ খালেদ মাহমুদ সুজন।
তিনি বলেন, “নাঈম শেখের এত অ্যাবিলিটি আছে ও বোঝে কি না আমি জানিনা। যেই ছেলে ২১ বলে ৪২ রান করতে পারে। পরের ম্যাচে সোজা বলে ক্রস খেলে বোল্ড হয়ে যায়। আমি জানিনা ওর মাইন্ড সেটে কি কাজ করে”
নাঈম যেমন ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছেন না ঠিক একইভাবে অন্য ব্যাটাররাও পারছেন না আস্থার প্রতিদান দিতে। যার প্রভাব পড়েছে মাঠের খেলায়। ৫ ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে অবস্থান করছে শরিফুল ইসলাম-তাসকিন আহমেদরা। তাদের পেছনে আছে শুধু সিলেট স্ট্রাইকার্স।