প্রথম ইনিংসে নিয়েছিলেন ২৩ রানে ৬ উইকেট; পরেরদিনই পেয়ে গেলেন দ্বিতীয় ইনিংসে বল করার সুযোগ, যেখানে ৪১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচে ১০ উইকেট পূর্ণ করে ফেললেন নাজমুল ইসলাম অপু।
জাতীয় ক্রিকেট লিগে সিলেটে চলছে সিলেট বনাম ঢাকা বিভাগের ম্যাচ। স্পিনারদের উইকেট-উৎসবের এই ম্যাচে সিলেট বিভাগকে দ্বিতীয় ইনিংসে ১৭৪ রানে অলআউট করে দিয়ে জয়ের জন্য ঢাকা বিভাগ পেয়েছে মাত্র ৬৬ রানের টার্গেট। এরচেয়ে মাত্র দুইরান বেশি তুলে ঢাকার কাছে রবিবার অলআউট হয়ে গিয়েছিল সিলেট। জবাবে ঢাকা তুলেছিল ১৭৬ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত চা বিরতির পর ২৫ রান তুলেছে ঢাকা। খুইয়েছে মাত্র আবদুল মজিদের উইকেটটি। অর্থাৎ চারদিনের ম্যাচ দুইদিনেই জয়ের পথে বেশ ভালোভাবেই আছে ঢাকা বিভাগ।