৩ নভেম্বর ২০২৪, রবিবার

নাটকীয় ম্যাচে গ্রানাদাকে হারিয়ে সেমিতে বার্সেলোনা

- Advertisement -

কোপা দেল রেতে বার্সেলোনা আর গ্রানাদার ম্যাচ জমে উঠেছিল বেশ । প্রায় হেরে যেতে বসা ম্যাচের ভাগ্য মুখ তুলে তাকিয়েছে বার্সার দিকে। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের দুই গোলে সমতা পায় রোনাল্ড কোম্যানের দল। সেখানেও নাটক কম হয় নি, অতিরক্ত সময়ে গড়ায় খেলা। আট গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে গ্রানাদাকে হারিয়ে কোপা দেল রের সেমি-ফাইনালে ওঠে মেসিরা।

 

বুধবার রাতে গ্রানাদার মাঠে কোপা দেলরের শেষ আটে নির্ধারিত সময়ে ২-২ সমতার পর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৫-৩ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। নতুন বছরের শুরুতে এ মাঠেই লা লিগায় ৪-০ গোলে জিতেছিল কাতালান ক্লাবটি।

 

প্রথম সাত মিনিটে ভালো দুটি সুযোগ তৈরি করেও লিড নিতে পারেনি বার্সেলোনা।সপ্তম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন লিওনেল মেসি তার পরও কাঙ্খিত গোলটি আসে নি। ২৩তম মিনিটেও লিঁও’র দূদার্ন্ত এক ফ্রি-কিক বাঁ দিকে ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। আঘাত পাল্টা আঘাতের ম্যাচের ৩৩তম মিনিটে কেনেদির গোলে এগিয়ে যায় গ্রানাদা। ৪৭তম মিনিটে রবের্তো সলদাদোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে দারুণ এক জয়ের স্বপ্ন দেখছিল মার্টিনেজের দল।

 

ম্যাচের সব আর্কষণ হয়তো তুলে রাখা ছিলো শেষের জন্য। নির্ধারিত সময়ের শেষ পাঁচ মিনিটের ব্যবধানে অঁতোয়ান গ্রিজমান আর জর্দি আলবার গোলে সমতা টানে বার্সেলোনা। অতিরিক্ত সময়ের শেষ গোল দুটো আসে ফ্রেংকি ডি ইয়ং আর আলবার পা থেকে। হেরে যেতে বসা ম্যাচেও জয়োল্লাসে মাতে সফরকারীরা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img