আগামী আইপিএলের জন্য খেলোয়াড় রিটেইন করার শেষ দিন ছিল আজ (রবিবার)। হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সে যাওয়ার গুঞ্জন থাকলেও তাকে রিটেইন তালিকাতে রাখে তার দল গুজরাট টাইটান্স। তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজের’ খবর পুরনো ঠিকানায় ফিরছেন হার্দিক। এদিকে গুঞ্জন উঠেছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ক্যামেরন গ্রিনকে বিক্রি করে দিয়েছে মুম্বাই।
২০২২ সালে মুম্বাই ছেড়ে গুজরাটে নাম লিখিয়েই দলটিকে শিরোপা জেতান হার্দিক। গত আসরেও দলটিকে ফাইনালে তুলেছিলেন তিনি। ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় গুজরাট ও হার্দিককে।
২০১৫ সালে মুম্বাইয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করে চারটি শিরোপা জেতেন হার্দিক। ২০২২ সালে তাকে ছেড়ে দিলে ১৫ কোটি রুপি খরচ করে কিনে নেয় গুজরাট। তবে দুই মৌসুম পর তাকে হারাতে হলো। রোহিত শর্মার বদলে এই অলরাউন্ডারকে নেতৃত্ব দেওয়ার কথা ভাবছে মুম্বাই।