২৭ জুলাই ২০২৪, শনিবার

নান্নু-সাকিব-তামিমদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিসিবিতে বোর্ড মিটিং

- Advertisement -

সাকিব আল হাসান কি তিন ফরম্যাটেই অধিনায়ক থাকছেন? নাকি অব্যাহতি চেয়েছেন নেতৃত্ব থেকে? মিনহাজুল আবেদীন নান্নুর ভাগ্যেই বা কি আছে? নির্বাচক প্যানেলের মেয়াদ কি আরও বাড়ছে? নাকি দেখা যাবে নতুন মুখ? বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়নে গঠিত বিশেষ কমিটির তদন্তেই বা কি বেড়িয়ে এলো?

গেল বছর জুনের পর ২৪৪ দিন পর বিসিবির নবম বোর্ড মিটিংয়ে নতুন নতুন সিদ্ধান্ত আসছে অনেক। বোর্ড সভা উপলক্ষ্যে সোমবার দুপুর দুইটায় হাজির হবেন বিসিবি পরিচালকরা। এবারের মিটিং সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও কিছুটা আলাদা। মন্ত্রী হবার পর এটাই তাঁর প্রথম বোর্ড মিটিং। পাপন ক্রীড়া মন্ত্রী হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনা ছিল, তিনিই বোর্ড সভাপতি থাকছেন কি না, যদিও শোনা গেছে ২০২৫ সালের ৫ অক্টোবর পর্যন্ত পাপনই থাকছেন বিসিবি সভাপতি।

পাপনের সিদ্ধান্ত নিয়ে মোটামুটি নিশ্চয়তা থাকলেও সাকিব আল হাসান আদৌ তিন ফরম্যাটে নেতৃত্ব দেবেন কি না তা নিয়ে আগেভাগে কিছু বোলার কোনো সুযোগ নাই। তাছাড়াও নির্বাচক প্যানেলের মেয়াদ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকবে কি না, নাকি নান্নু-বাশার-রাজ্জাকদের সরিয়ে দেয়া হবে, জানা যাবে মিটিংয়ের পরেই।

ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার তদন্ত করতে প্রায় তিন মাস কেটেই গেছে, তদন্তের রিপোর্ট জমা পড়বে এ মিটিংয়েই। এছাড়াও, কোচ নিয়োগ এবং কোচদের পদবি ঠিক করা, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করা, শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, নারী বিশ্বকাপ আয়োজনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেয়া হবে এবারের মিটিংয়ে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img