২২ জানুয়ারি ২০২৫, বুধবার

বিশ্বকাপ বাছাইপর্ব ‘বাতিল’ ঘোষণা, প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

- Advertisement -

নতুন করে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কায় মাঝপথেই বাতিল ঘোষণা করা হয়েছে নারীদের বিশ্বকাপ বাছাইপর্ব। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাছাই করা হয়েছে নিউজিল্যান্ড বিশ্বকাপের তিন দল; আর তাতেই প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অন্য দুই দল পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ।

সাউথ আফ্রিকায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আফ্রিকান বেশ কিছু দেশে ভমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এরমধ্যে আছে জিম্বাবুয়েও। তাই, আইসিসি মাঝপথেই থামিয়ে দিতে বাধ্য হয়েছে বিশ্বকাপ বাছাইপর্ব।

“মাঝপথেই বাছাইপর্ব বাতিল করার কারণে আমরা হতাশ। কিন্তু, বেশ কিছু আফ্রিকান দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা শুরু হতে যাওয়ায় দলগুলো নিজ দেশে ফিরতে বাধার মুখে পড়তো”- ক্রিস টেটলি, আইসিসির হেড অব ইভেন্টস

বাংলাদেশ নারী দল দেশে কখন ফিরবেন এব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img