বিসিএলের ফাইনালে প্রথম ইনিংসে ৩৮৭ রান করা দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্যভাবে একশো না পেরোতেই হারিয়েছে ছয় উইকেট! সেখান থেকে নাসুম আহমেদের ব্যাটে প্রতিরোধ, মৌসুমের দ্বিতীয় অর্ধশতক তুলে নেয়ার পথেই ছিলেন টাইগার স্পিনার। কিন্তু, অদ্ভুতভাবে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন নাসুম, করেছেন ৪১ রান।
৪৫তম ওভারের শেষ বল, ব্যাট হাতে নাসুম; প্রথম সেশনে দুর্দান্ত বল করা আবু হায়দার রনির বাউন্সার। নাসুম ব্যাটেই লাগানোর চেষ্টা করলেন না, বল উইকেটকিপার জাকের আলির গ্লাভসে। মাথা নীচু করে প্যাড ঠিক করতে করতে ক্রিজ ছাড়ছেন নাসুম, এমন সময়ে উইকেটের পেছন থেকে অনেকটা মজা করার মতো করেই জাকেরের থ্রো; স্ট্যাম্পে আঘাত হানতেই মধ্যাঞ্চলের খেলোয়াড়দের আপিল, হতবাক নাসুম। দুই আম্পায়ার যখন আলোচনা করছিলেন তখনও বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিলো নাসুমকে। কিন্তু, তাকে অবাক করে দিয়ে আম্পায়ারের আউটের সিদ্ধান্ত এবং রেগে রেগে মাঠের বাইরে নাসুম!
বাংলাদেশের ঘরোয়া লিগের আম্পায়ারিং নিয়ে বিতর্ক নতুন নয়। নাসুমের আউট যেনো বিতর্ক কিছুটা উস্কে দিলো। এই প্রতিবেদন লেখা অব্দি দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৮ উইকেটে ১৬৬। লেগ স্পিনার রিশাদ হোসে অপরাজিত আছেন ১৫* রানে।