১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

নিউক্যাসল-পিএসজি ম্যাচে পেনাল্টি বিতর্ক, অবশেষে শেষ ষোলোতে বার্সেলোনা

- Advertisement -

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির বিপক্ষে ২৫ মিনিটে আলেক্সান্দার আইজ্যাকের গোলে এগিয়ে ছিল নিউক্যাসল ইউনাইটেড। কিন্তু যোগ করা সময়ের ৮ মিনিটে পোলিশ রেফারি শিমন মারচিনিয়াক ইংলিশ ক্লাবটির বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরাতে ভুল করেননি কিলিয়ান এমবাপ্পে।

উসমান ডেম্বেলের ক্রস টিনো লিভ্রামেন্টোর শরীরে লেগে হাতের ওপর পড়ে। রেফারি ভিএআর চেক করে পিএসজিকে পেনাল্টি দেন। ম্যাচ শেষে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন নিউক্যাসল কোচ এডি হাউ।

সংবাদকর্মীদের তিনি বলেছেন, “আমার মতে এটা সঠিক সিদ্ধান্ত ছিল না। বলটা তার হাতে লেগেছে। কিন্তু আমার মনে হয় না তার হাত অপ্রত্যাশিত অবস্থানে ছিল। আমার মতে এটা বাজে সিদ্ধান্ত এবং খুবই হতাশার। কারণ, ওই মুহূর্তে ম্যাচে খুবই কম সময় অবশিষ্ট ছিল। কিন্তু এখন এ নিয়ে আমাদের আর কিছুই করার নেই”

পয়েন্ট ভাগাভাগি করায় নিউক্যাসলের পরের রাউন্ডে খেলা কঠিনই হয়ে গেল। শেষ ষোলোতে খেলতে হলে এসি মিলানকে হারাতে তো হবেই। সেই সাথে বুরুসিয়া ডর্টমুন্ডের কাছে পিএসজির হারও কামনা করতে হবে।

অন্যদিকে পোর্তোর সাথে আগে পিছিয়ে পড়ার পরও ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। তাতেই দুই মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করলো কাতালান ক্লাবটি।

ম্যাচের ৩০ মিনিটে পেপের গোলে লিড নেয় পোর্তো। এর দুই মিনিট পর বার্সেলোনাকে সমতায় ফেরান জোয়াও কানসেলো। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন জোয়াও ফেলিক্স।

চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও পেয়েছে জয়ের দেখা। ঘরের মাঠে আরবি লাইপজিগকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img