বুধবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে মাঠে নামার আগে মঙ্গলবার ভার্চুয়াল প্রেস মিটিংয়ে দল নিয়ে বিস্তর কথা বলেছেন টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ।
অজিদের বিপক্ষে সিরিজে দলে ছিলেননা মুশফিকুর রহিম এবং লিটন দাস। দুইজনই দলে ফিরেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। তাই, ব্যাটিং অর্ডার থেকে শুরু করে আলোচনা হচ্ছে দলের উইকেটরক্ষক, বোলারদের নিয়েও। মঙ্গলবার এই নিয়ে কথা বলতে হয়েছে রিয়াদকেও। সোমবার প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন দলে ওপেনিং নিয়ে নেই কোনো সমস্যা, আসলেই সমস্যা আছে কি না তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল টাইগার অধিনায়ককেও।
“লিটন দুর্দান্ত, ও ফিরায় ব্যাটিংয়ে গভীরতা বাড়বে। সৌম্য ফর্মে আছে, নাঈমও অসাধারণ। মাহেদিও ওপেনিংয়ে ব্যাট করতে পারে। সবাই দুর্দান্ত ছন্দে আছে। সুযোগ পেলে যে কাজে লাগাতে পারে। সবচেয়ে ভাল দিক হচ্ছে সবার মধ্যে একটা পজিটিভ কম্পিটিশন কাজ করছে। এটা দলের জন্যই ভাল” -বলছিলেন রিয়াদ
ব্যাটিংয়ে সবার মধ্যে সুস্থ প্রতিযোগিতা চলছে, বোলিংয়েও চলছে কি না এর জবাবে টাইগার দলপতি বলেন, “শরিফুল গত সিরিজে ভাল করেছে, মুস্তাফিজ দুর্দান্ত, তাসকিন আগের সিরিজগুলোতে পারফর্ম করেছে, রুবেল আছে, সাইফ একটি ম্যাচ খেলেছে। দলের বোলারদের মধ্যে লড়াইটা বেশ ভালোভাবেই এগোচ্ছে।“
নিউজিল্যান্ডের সাথে সিরিজ নিয়েও কথা বলেছেন রিয়াদ। জানিয়েছেন, টি-টোয়েন্টিতে কেউই ফেভারিট নন। নির্দিষ্ট দিনে যারা ভাল খেলবে, তারাই জিতবে।
“টি-টোয়েন্টি ফরম্যাটে আসলে কেউই ফেভারিট নাহ। নির্দিষ্ট দিনে ভাল খেললেই আপনি জিতবেন। নিউজিল্যান্ডকে হালকাভাবে নেয়ার কোনো কারণ নেই, আমরা সবাই জানি ওরা দল হিসেবে প্রস্তুত হয়েই আসে। নিউজিল্যান্ডকে হারানোর এটা দুর্দান্ত এক সুযোগ। জয়ের ক্ষুধাটা থাকতে হবে”
নিউজিল্যান্ডের সাথে টি-টোয়েন্টিতে কখনোই জেতেনি বাংলাদেশ। অজিদের মত কিউইদের সাথেও এবার জয় এসে গেলে সেটা বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেটের জন্যই সুখবর।