প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড ৪০১ রান করার পর, হয়তো পাকিস্তানের পাড় ভক্তও আশা করেনি বাবর আজমরা এই ম্যাচ জিতবে। কিন্তু, ফখর জামানের দুর্দান্ত ব্যাটিংয়ে কিছুটা হলেও আশা জাগে সমর্থকদের মনে। শেষ পর্যন্ত, বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ২১ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাচিয়ে রাখল পাকিস্তান।
৪০১ রান তাড়া করতে নেমে শুরুতেই আব্দুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান। ডানহাতি এ ওপেনারের দুর্দান্ত ক্যাচ নেন কেইন উইলিয়ামসন। পুরো ইনিংসজুড়ে নিউজিল্যান্ডের বোলারদের সাফল্য বলতে ওতটুকুই।
এরপর গল্পটা শুধু ফখর-বাবরের। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন বাঁহাতি ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক বাবর আজম। কিউই বোলারদের উপর দিয়ে তান্ডব চালিয়েছেন ফখর। মাত্র ৬৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও তিন অঙ্কের দেখা পেয়েছিলেন তিনি।
২১.৩ ওভারে এক উইকেট হারিয়ে যখন স্কোরবোর্ডে পাকিস্তানের ১৬০ রান তখন নামে বৃষ্টি। ৩ ওভার কমিয়ে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪২ রান। ২৫.৩ ওভারে পাকিস্তান ২০০ করার পর আবারও হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত খেলা মাঠে না গড়ালে ২১ রানের জয় পায় বাবরের দল। এই জয়ে পয়েন্ট তালিকার ৫ নম্বরে উঠে আসল পাকিস্তান।