২৩ অক্টোবর ২০২৪, বুধবার

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাচিন, নেই উইলিয়ামসন

- Advertisement -

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মত অন্তর্ভূক্ত হয়েছেন তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। রাচিন ছাড়াও ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির ২০ জনের তালিকায় প্রথমবার চুক্তির আওতায় এসেছেন বেন সিয়ার্স, উইলিয়াম ও রউরকে এবং জ্যাকড ডাফি। এছাড়া চুক্তিতে ফিরেছেন গতবছর চুক্তির বাইরে থাকা স্পিনার এজাজ প্যাটেল।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের এক উদীয়মান তারকা রাচিন। বিশ্বকাপের সেবারের আসরে ব্যাট হাতে তিন সেঞ্চুরিতে করেছিলনে ৫৭৮ রান। এর পরপরই মাউন্ট মাউঙ্গানুইতে সাদা জার্সিতে সাউথ আফ্রিকার বিপক্ষে করেছিলেন ২৪০ রান। নিউজিল্যান্ড ক্রিকেট দলের হয়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে পেয়েছেন স্যার রিচার্ড হ্যাডলি পদক, হয়েছেন বর্ষসেরা ক্রিকেটার।

নতুন অনেক খেলোয়াড় যুক্ত হলেও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পেসার অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন এবং সদ্য সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। যদিও গত মাসেই জানানো হয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব ছাড়া কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন না উইলিয়ামসন। আগামী বছর জানুয়ারি মাসে এসএ২০ লিগে খেলবেন তিনি। তবে এর আগে পরে নিউজিল্যান্ডের হয়ে খেলার সুযোগ রয়েছে উইলিয়ামসনের। ধারণা করা হচ্ছে, টেস্ট দলে নিয়মিতই দেখা যাবে তাঁকে। এদিকে আগের চুক্তিতে থাকলেও এবার বাদ পড়েছেন ডানহাতি বোলার ব্লেয়ার টিকনার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img