১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার

নিউজিল্যান্ডের বিপক্ষেও আম্পায়ারদের সবাই দেশি

- Advertisement -

বুধবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের স্পিনিং এবং স্লো উইকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করাটা বরাবরই চ্যালেঞ্জের। কিউইদের বিপক্ষে সিরিজে এই চ্যালেঞ্জটা কারা নিতে যাচ্ছেন তা জানিয়েছে বিসিবি; প্রকাশ করেছে সর্বমোট ৫জন আম্পায়ারের নাম।

শরফৌদুল্লাহ ইবনে সৈকত                            ছবি:ইন্টারনেট

প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন শরফৌদুল্লাহ ইবনে সৈকত এবং গাজী সোহেল। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল; চতুর্থ আম্পায়ার এবং ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন যথাক্রমে তানভীর আহমেদ এবং নাঈমুর রশিদ রাহুল। পুরো সিরিজেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নাঈমুর রশিদ। দ্বিতীয় ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবে মাসুদুর রহমান মুকুল এবং তানভীর আহমেদ। টিভি আম্পায়ার শরফৌদুল্লাহ ইবনে সৈকত, চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।

Daily Cricket | New opportunity for Bangladeshi umpires!
করোনায় আইসিসি নিয়ম করেছে সিরিজ অনুষ্ঠিত হবে দেশি আম্পায়ারদের দিয়েই

তৃতীয় ম্যাচে মাসুদুর রহমান মুকুলের সাথে মাঠে আম্পায়ারিংয়ের দায়িত্বে দেখা যাবে শরফৌদুল্লাহ ইবনে সৈকতকে। টিভি আম্পায়ার গাজী সোহেল, চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ পরের ম্যাচেই আবার থাকবেন অনফিল্ড আম্পায়ারের ভূমিকায়। চতুর্থ ম্যাচে টিভি আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল এবং শরফৌদুল্লাহ ইবনে সৈকত।

পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টিতে মাঠে দেখা যাবে দুই আম্পায়ার শরফৌদুল্লাহ ইবনে সৈকত এবং তানভীর আহমেদকে। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল, চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। সিরিজের প্রতিটি ম্যাচ মিরপুর শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img