৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের অধিনায়ক শান্ত

- Advertisement -

বিশ্বকাপ চলাকালীন চোট পেয়ে প্রায় চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান সাকিব আল হাসান। এরপর থেকেই আসন্ন নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের টেস্টে নেতৃত্ব দেবেন তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা-কল্পনা। ক্রিকেটের দীর্ঘ এই ফরম্যাটের অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছিল অনেকেরই নাম। তবে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে বেছে নিয়েছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাঁহাতি এই ব্যাটারের অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্সের প্রধান জালাল ইউনুস।

সাকিব না থাকায় অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন লিটন কুমার দাশ। টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডারের ডেপুটি হিসেবে ছিলেন তিনি। লিটনকে এক মাসের জন্য ছুটি দিয়েছে বিসিবি। এলকেডিকে অন্তত এক টেস্টে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট কিন্তু রাজি হননি তিনি।

জালাল ইউনুস বলেন, “লিটন দুই মাসের জন্য ছুটি চেয়েছে। আমরা এক মাসের ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্ট সে খেলবে না। সে পরিবারকে সময় দিতে চাচ্ছে। আমরা প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। কিন্তু সে বারবার ছুটির জন্য বলছিল। তাই ছুটি দিয়েছি”

এলকেডি না থাকায় শান্তকে অধিনায়ক করা হয়েছে জানিয়ে জালাল বলেন, “সামনের দুটি টেস্টে শান্ত অধিনায়ক”

আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৬ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img