৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

নিউজিল্যান্ডের সময় ‘বোলিং পিচ’, বাংলাদেশের সময় ‘ব্যাটিং পিচ’

- Advertisement -

শিরোনামের কথাটি সাধারণত উল্টো হয়ে বাংলাদেশের জন্য বেশি শোনা যায়। যে বাংলাদেশ বোলিং করতে আসলে পিচ ব্যাটিং সহায়ক হয়ে যায়, আবার ব্যাটিং করতে এলে বোলিং পিচ। কিন্তু মাউন্ট মঙ্গানুইতে সকাল থেকে ঠিক এর বিপরীতটাই ঘটছে। কৃতিত্ব সম্পূর্ণ বাংলাদেশেরই প্রাপ্য।

আগেরদিন ২৫৮ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট ফেলে দেওয়ার পর অধিনায়ক মুমিনুল হক অবশ্যই চিন্তা করছিলেন “যদি ৩৫০ এর মাঝে আটকানো যায়” সেটা হবে সবচেয়ে ভালো সিচুয়েশন। এবং সকালের সেশনে বাংলাদেশ নিউজিল্যান্ডকে আটকালো এর বেশকিছু রান আগেই ৩২৮ এ।

শুরুতেই আঘাত হানেন শরিফুল, রচিন রবীন্দ্রকে স্লিপে ক্যাচ বানিয়ে। এরপর ইবাদত ও তাসকিন শরিফুলের দেওয়া ছন্দটা ধরে রাখতে না পারলেও স্পিনাররা দেখিয়েছেন ‘ম্যাজিক’। মেহেদী মিরাজ নিয়েছেন তিন উইকেট, নিল ওয়াগনারকে আউট করেছেন এমন একটি বলে যেটি পিচে গ্রিপ করেছে আর টার্ন করেছে। অর্থাৎ এই ঘাসের পিচেও স্পিন সহায়তা আদায় করেছেন মিরাজ। গলার কাঁটা হয়ে আটকে থাকা হেনরি নিকোলসকে ৭৫ রানে ফিরিয়ে কিউই ইনিংসের যবনিকা টেনেছেন মুমিনুল হক। শরিফুল ৬৯ বলে ৩ উইকেট নিয়ে সেরা বোলার, মিরাজ নিয়েছেন ৮৬ বলে ৩ উইকেট।

ব্যাট করতে নেমে লাঞ্চের আগের ৩ ওভারে যখন কোন উইকেট হারালো না বাংলাদেশ, সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় সেটিতেই হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন অনেক সমর্থক। তবে দুই ওপেনার সাদমান ইসলাম ও সাইফ হাসানের বদলে সুযোগ পাওয়া মাহমুদুল হাসান জয় জমা রেখেছিলেন আরো কিছু। ওপেনিং জুটি হয়েছে মাত্র ৪৩ রানের তবে দুজন ওপেনার ছিলেন সলিড। নতুন বলে সাউদি-বোল্ট জুটিকে কোনরকম সুযোগ দেননি তারা। সুযোগ দেননি কাইল জেমিসনকেও। এমনভাবে ব্যাট করেছেন যে ড্রেসিংরুমে থাকা ব্যাটারদের মন থেকে পিচ বা বোলারদের জুজু কেটে যাওয়াটাই এখন স্বাভাবিক।

নিল ওয়াগনারের বলে ফিরতি ক্যাচ দিয়ে  সাদমান আউট হয়েছেন ২২ রানে। তাকেই লাগছিলো সবচেয়ে স্বচ্ছন্দ। তবে মাহমুদুল হাসান জয় দেখাচ্ছেন প্রতিরোধ। দু-একটি সুযোগ দিয়েছেন, একবার নিশ্চিত এলবিডাব্লিউ ছিলেন নিউজিল্যান্ড নেয়নি রিভিউ। তবে এটাও বিবেচ্য তিনি খেলছেন মাত্র দ্বিতীয় টেস্ট সেটিও নিউজিল্যান্ডের কন্ডিশনে!

চা বিরতির পর এখনো পর্যন্ত বাংলাদেশের স্কোর ৭৬/১। মাহমুদুল হাসান জয় ৩৩* ও নাজমুল হোসেন শান্ত ১৭* রান করে অপরাজিত আছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img