২৭ জুলাই ২০২৪, শনিবার

নিউজিল্যান্ডে টাইগারদের প্রস্তুতি, তিন উইকেটরক্ষকের অর্ধশত

- Advertisement -

তামিম ইকবালের দলের অর্ধশত মোহাম্মদ মিঠুনের, নটআউট ছেষট্টি। নাজমুল শান্ত একাদশের তিন ফিফটি করা ব্যাটসম্যানদেরও কেউই আউট হননি। লিটন আর মিরাজ পঞ্চাশ করে বাকিদের ব্যাট করার সুযোগ দিয়েছেন। অন্য অর্ধশত মুশফিকুর রহিমের, তাদের দল জিতেছে নয় উইকেটে।

আগ ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট ২৩৩ রান তোলে তামিম ইকবাল একাদশ। একাদশের সর্ব্বোচ্চ রান করেন মোহাম্মদ মিঠুন, নটআউট ৬৬। অফস্পিনিং অলরাউন্ডার মাহেদি হাসান লোয়ার মিডলে নেমে করেছেন ৩৮, সাথে মাহমুদউল্লাহ রিয়াদের ৩৫। তামিমের দলের টপ অর্ডারে সৌম্য সরকারের রান ২৮, মোহাম্মদ নাইম শেখ করেছেন ১২। বিয়াল্লিশ রানে চার উইকেট নিয়েছেন নাজমুল শান্ত একাদশের রুবেল হোসেন।

জবাবে ৪৬.৫ ওভারেই লক্ষ্য পৌঁছে নাজমুল শান্তর দল। অর্ধশত করেছেন তিন জন। লিটন দাশ ৫৯ করে রিটায়ার্ড, মেহেদি মিরাজও রিটায়ার্ড করার আগে পাক্কা পঞ্চাশই করে গেছেন। নট আউট ছিলেন মুশফিক (৫৪*), শেষ পর্যন্ত মুশির সঙ্গী ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন (১৬*)

স্কোর:
তামিম ইকবাল একাদশ: ২৩৩/৫
মিঠুন ৬৬*, মাহেদি ৩৮, রিয়াদ ৩৫; রুবেল ৪/৪২

নাজমুল শান্ত একাদশ: ২৩৫/১
লিটন ৫৯ (রিটায়ার্ড), মিরাজ ৫০ (রিটায়ার্ড), মুশফিক ৫৪*; মুস্তাফিজ ১/২১

নাজমুল শান্ত একাদশ ৯ উইকেটে জয়ী

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img