৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

নিউজিল্যান্ডে টাইগারদের বৃষ্টিস্নাত বিজয় দিবস

- Advertisement -

সবুজ প্র্যাকটিস গ্রাউন্ডে লাল সবুজের পতাকা হাতে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। সবাই কোরাসে গাওয়া শুরু করলেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি…’

এভাবেই ১৬ ডিসেম্বর কিউইদের দেশে বিজয় দিবস উদযাপন করলেন টাইগাররা। মূল লক্ষ্য ছিলো প্র্যাকটিস করা, তবে সকাল থেকে ক্রাইস্টচার্চের আকাশ বিষন্ন, ঝড়ছে বৃষ্টি। প্র্যাকটিস না করতে পারলেও বহুদিন পর ‘মুক্তি’র আনন্দ পাওয়া বাংলাদেশ দল দেশের মুক্তির দিবসটি পালন করলেন বৃষ্টির মাঝেই।

বিজয়ের দিনে আরেকটি ছোটখাটো ‘বিজয়’ অবশ্য বাংলাদেশ দলেরও এসেছে। বলা যায় হাঁফ ছেড়ে বাঁচা। যে ‘করোনা নেগেটিভ’ রিপোর্টের জন্য জাতীয় দল ক্রাইস্টচার্চে হোটেলে আটকা ছিলো সেই রিপোর্ট আজ হাতের পাওয়া গেছে। দলের বেশিরভাগ সদস্যই করোনা নেগেটিভ হয়ে গেছে। সেই উদ্দেশ্যেই প্র্যাকটিসে বের হয়েছিলো দল। তবে মাঠে প্র্যাকটিস না করতে পেরে জিম সেশন করেই সময় কাটাতে হয়েছে। শুক্রবার এই হোটেল থেকে বের হয়ে আরেকটি হোটেলে গিয়ে উঠবে বাংলাদেশ।

তবে যারা এখনো ‘ইয়েলো ব্যান্ড’ অর্থাৎ কোভিড পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে তাদের আরো ৪-৫ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারা ২১ তারিখ দলের সাথে যোগ দিবেন।

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন

দেশবাসীকে বিজয়ের ৫০ বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি হোটেল থেকে ভিডিওবার্তায় এসব কথা জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সুজন আরো জানিয়েছেন করোনা পজিটিভ হওয়া রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইন সেন্টারে সরিয়ে নেওয়া হয়েছে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img