১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

নিউজিল্যান্ডে নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ!

- Advertisement -

নিউজিল্যান্ড সফরে টাইগাররা, প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনেও বাংলাদেশ। শেষ দিনে হতে পারে সম্ভাব্য সবই, তবে স্বপ্ন দিয়ে তৈরী এই দেশের মানুষ এখনই জয়ের স্বপ্নে বিভোর। সকলের বিশ্বাস বুধবারের দিনটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশেষ এক দিন হতে যাচ্ছে। শুধুই কি টাইগার সমর্থকদেরই এমন বিশ্বাস? অবশ্যই না; টুইট করে একইরকমের মত দিয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও।

“মাউন্ট মঙ্গানুইয়ে নতুন ইতিহাস তৈরী হতে চলেছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশাল মুহুর্ত হতে পারে এটা”- টুইট বার্তায় হার্শা

ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর বল হাতেও বদলে যাওয়া বাংলাদেশ। পাকিস্তান সিরিজেই নিজেদের হারিয়ে খুঁজেছেন যারা, তারাই অবিশ্বাস্যভাবে লড়ে যাচ্ছেন সামনে থেকে। বাংলাদেশের খেলোয়াড়দের এই লড়াইটা ছুঁয়ে গেছে হার্শাকেও, “দৃঢ়তার সাথে ব্যাটিং এবং দুর্দান্ত পেস বোলিংয়ে এখন তারা জয়ের পথে।”

বুধবারের সুর্যোদয় বাংলাদেশে কি বার্তা দিবে সেটা সময়ই বলে দেবে তবে নিউজিল্যান্ডে টাইগারদের শেষ বিকেল কাঁটুক দুর্দান্ত। এই মুহুর্তে সতেরো কোটি হৃদয়ের হয়তো এই একটাই আকাঙ্ক্ষা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img