২০ জানুয়ারি ২০২৫, সোমবার

নিউজিল্যান্ডে যাচ্ছেন না সাকিব

- Advertisement -

সাকিব আল হাসান নিউজিল্যান্ডে যাচ্ছেন না এমন গুজব ছিল প্রথম থেকেই। সেটাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারকে স্কোয়াডে রেখেই দল ঘোষণা করে বিসিবি। আর তার ঘন্টাখানেক পরেই আনুষ্ঠানিকভাবে ছুটির আবেদন করেন সাকিব।

সোমবার সাকিব ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন মুখ খুললেও বিশ্বসেরা অলরাউন্ডারের নিউজিল্যান্ড সফর নিয়ে স্পষ্ট করে বলেননি কিছুই। শুধু বলেছেন, “যে কেউই চাইলে ছুটি নিতে পারে।”

স্পষ্ট করে না বললেও ইঙ্গিত যে ছিল সাকিবকে ছুটি দেয়ারই সেটা ততোক্ষণে বুঝতে বাকি নেই। কিছুক্ষণ পর চূড়ান্ত সিদ্ধান্ত জানার চেষ্টা করলে অলরাউন্ডারকে বিসিবির দুজন পরিচালক  নিশ্চিত করেছেন সাকিবের ছুটি মঞ্জুর করার ব্যাপারে ইতিবাচক বিসিবি, সাকিব ছুটি পাচ্ছেন। তবে, সাকিবের জায়গায় অন্য কাকে নেয়া হবে সেই সিদ্ধান্ত নেয়া হয়নি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img