নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ বলতে বাংলাদেশের হতাশার গল্পই লেখা হয় প্রতিবার। কিউইদের মাটিতে তাদেরকে ওয়ানডেতে কখনোই হারাতে পারেনি টাইগাররা। তবে এবার ভাগ্য বদলাতে চান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিউইদের হারিয়ে সিরিজ জিততে বেশ আত্মবিশ্বাসী তিনি।
শান্ত বলেন, “সত্যি বলতে, দল হিসেবে আমরা সিরিজ জিততে চাই। আমাদের দলটা বেশ ভালো। যেমনটা বললেন, গত বছর এখানে আমরা একটি টেস্ট জিতেছি। এবার আমাদের লক্ষ্য, এই দুই সিরিজ জেতা। যদি জিততে পারি, আমাদের দলের জন্য দারুণ হবে।”
প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ২৬ রানে হারিয়ে দারুণভাবে প্রস্তুতি সেরেছে। লড়াইটা এবার মূলমঞ্চে। সেখানেও ভালো করতে মুখিয়ে আছে টাইগাররা।
শান্ত বলেন, “আমার মতে, ছেলেরা (প্রস্তুতি ম্যাচে) খুব ভালো ক্রিকেট খেলেছে। উইকেট খুব ভালো ছিল। প্রস্তুতির দিক থেকে সবাই নিজের কাজ করছে। নিউ জিল্যান্ড একাদশও ভালো ক্রিকেট খেলেছে। তো এটি দারুণ একটি প্রস্তুতি ম্যাচ হয়েছে। ছেলেরা এই সিরিজের ব্যাপারে আত্মবিশ্বাসী।”
নিউজিল্যান্ড এই সিরিজে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছে। তবে তাদের বিপক্ষে খেলতে টাইগারদের অসুবিধা হবে না বলে জানিয়েছেন শান্ত।
তিনি বলেন, “আমরা বেশিরভাগ ক্রিকেটারকেই চিনি। কয়েকজন অবশ্য একদমই নতুন। আমাদের কাছে তাদের খেলার ফুটেজ আছে। দলীয় আলোচনার সময় আমরা সেসব দেখব। আশা করছি, ভালো পরিকল্পনা সাজিয়ে মাঠে নামতে পারব।”