৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

নিউজিল্যান্ড সিরিজে খেলবেন না তাসকিন

- Advertisement -

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন না জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন টাইগার পেসার। যদিও তাসকিনের কিউইদের বিপক্ষে না খেলার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিনি বলেন, “এই সিরিজটা (ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ) খেলতে পারব না। কিছু তো করার নেই। বিশ্রাম নিয়ে ও পুনর্বাসনপ্রক্রিয়া শেষ করে চেষ্টা করতে হবে ছন্দে ফেরার। এই সিরিজটা বাদ দিলে আশা করি নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পারব”

বিশ্বকাপে সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে গিয়েছিল বাংলাদেশ। টাইগারদের বড় লক্ষ্যের পেছনে ছিল পেসারদের দুর্দান্ত ফর্ম। পেস ইউনিটের নেতা মনে করা হয় তাসকিনকে, সেই তাসকিনও করেছেন হতাশ। টুর্নামেন্টে তেমন কোনো পারফর্ম্যান্স করতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে জানা গেছে কাঁধের পুরোনো চোট আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে তার। যার কারণে ম্যাচে পূরো ছন্দে ছিলেন না বলেও জানিয়েছেন তাসকিন।

তিনি বলেন, “চোট নিয়ে খেলছিলাম, ছন্দ পাচ্ছিলাম না। এর মধ্যে মার্জিন (ভুল ও ঠিক লাইন-লেংথের) ছোট ছিল। সব মিলিয়ে একটি কঠিন টুর্নামেন্ট গেছে। আমি খুব ভুগছিলাম, কারণ আমার কাঁধে কিন্তু ‘টিয়ার’ আছে। এটা নিয়ে চালিয়ে যাচ্ছি”

বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেননি তাসকিন। ৭ ম্যাচে শিকার করেছেন মাত্র ৫ উইকেট।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img