উপমহাদেশের উইকেট মানেই স্পিনারদের রাজত্ব। উইকেট থেকে স্পিনাররা যাতে বাড়তি সুবিধা পায় এ চিন্তা মাথায় রেখেই উপমহাদেশের বাইরের দেশগুলোর সাথে টেস্ট খেলে এ অঞ্চলের দেশগুলো। ব্যতিক্রম নয় ভারতও, স্পিনারদের প্রাধান্য দিয়েই উইকেট প্রস্তুত করে থাকে তারা আর স্বাগতিকদের পাতানো ফাঁদে বরাবরই ধরাশয়ী হয় উপমহাদেশের বাইরের দেশগুলো। তবে এবার নিজেদের পাতানো ফাঁদে ধরা খেয়েছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ২৮ রানে হেরেছে রোহিত শর্মার দল।
ইংল্যান্ডের দেওয়া ২৩১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটা ভালো করেছিল দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও যশ্বী জসওয়াল। ১৫ রান করা জসওয়ালকে ফিরিয়ে ৪২ রানের জুটি ভাঙেন টম হার্টলি। একই ওভারের শেষ বলে শুবমান গিলকেও ফিরিয়েছেন তিনি। ২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি ডানহাতি এ ব্যাটার।

রোহিতের সাথে জুটি গড়ার চেষ্টা করেছিলেন লোকেশ রাহুল। তবে সেই জুটি বড় হতে দেননি হার্টলি। ৫৮ বলে ৩৯ রান করা রোহিতকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। এরপর অক্ষর প্যাটেলকেও ফিরিয়েছেন হার্টলি। ভারতের প্রথম চার উইকেটই নেন তিনি।
শুরুটা ভালো করেও ইনিংস বড় করতে পারেনি লোকেশ রাহুল-শ্রেয়াস আইয়ার। দুজনের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ২২ ও ১৩ রান। দ্রুত ফিরেছেন রবীন্দ্র জাদেজা। তবে ভারতকে ম্যাচে রেখেছিলেন শ্রীকর ভারত ও রবীচন্দ্রন অশ্বিন। দুজনেই চেষ্টা করেছিলেন, তবে ম্যাচ শেষ করে আসতে পারেননি কেউই। দুজনের ব্যাট থেকে এসেছে সমান ২৮ করে রান।
ইংল্যান্ডের হয়ে ৭ উইকেট শিকার করেন টম হার্টলি। একটি করে উইকেট নিয়েছেন জো রুট ও জ্যাক লিচ।
এর আগে চতুর্থ দিনে ওলি পোপের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪২০ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। পোপ ফিরেছেন ডাবল হান্ড্রেড মিসের হতাশা নিয়ে। দ্বিশতক থেকে মাত্র ৪ রান দূরত্বে থেমেছেন তিনি। পোপকে ১৯৬ রানে বোল্ড করেন জাসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ডের হয়ে ৩১ রানের ইনিংস খেলেছেন জ্যাক ক্রলি। ৪৭ রান এসেছে বেন ডাকেটের ব্যাট থেকে। এছাড়াও বেন ফোকস করেছেন ৩৪ রান।