মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। একই কারণে নেই আরেক অভিজ্ঞ তামিম ইকবালও। এক মাসের ছুটিতে আছেন লিটন কুমার দাশ। তারা না থাকায় দলে যারা এসেছেন, তাদের সামনে সুযোগ নিজেকে মেলে ধরার। এমনটাই মনে করেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
সিনিয়রদের মধ্যে আছেন শুধুমাত্র মুশফিকুর রহিম। সুযোগের অপেক্ষায় রয়েছে শাহাদত হোসেন দিপু-হাসান মুরাদের মতো প্রতিভাবান ক্রিকেটাররা।
রবিবার সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, “এটা চ্যালেঞ্জিং ব্যাপার যে, এতো জন অভিজ্ঞ খেলোয়াড় ছাড়াই আমাদের মাঠে নামতে হবে, বিশেষ করে বাংলাদেশের জন্য। এদের কেউ কেউ ১৫ বছর আবার কেউ কেউ ১০ বছর ধরে দলের হয়ে খেলছে। আমি মনে করি, আমাদের সময় এসেছে মুভ অন করার। যারা লম্বা সময় ধরে খেলছে, তাদের ছাড়া নতুনদের জন্য এটা একটা সুযোগ”

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অধিনায়কত্বে এসেছে পরিবর্তন। সাকিব না থাকায় লাল বলের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়াও অ্যালান ডোনাল্ড বোলিং কোচের দায়িত্ব ছাড়ায় আপাতত দায়িত্ব পেয়েছেন কলি কলিমোর। সব মিলিয়ে টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে বেশ এক্সাইটেড।
তিনি বলেন, “কোচিং স্টাফে পরিবর্তন এসেছে, নতুন ক্যাপ্টেন এসেছে। আমি মনে করি, ক্যাপ্টেনের জন্য এটা ভালো সুযোগ, বাকিদের জন্যও। সব কিছু নিয়ে আমি এক্সাইটেড”