তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারত। ১৭ ডিসেম্বর থেকে জোহানেসবার্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে খেলা শুরু হবে। সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে “বক্সিং ডে টেস্ট” এবং “নিউ ইয়ার টেস্ট” খেলবে মেন ইন ব্লুরা।
“দেশের মাটিতে ভারতকে স্বাগত জানানোর জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড মুখিয়ে আছে। কারণ, ১৯৯১ সালে ক্রিকেট নির্বাসন থেকে দক্ষিণ আফ্রিকার নতুন করে প্রত্যাবর্তনের পর আমাদের দেশে ভারতের প্রথম সফরের ৩০ বছর পূর্তি হতে যাচ্ছে। এই সফর বিসিসিআইয়ের সাথে আমাদের সুন্দর সম্পর্কের স্বাক্ষী হতে যাচ্ছে”– শুক্রবার মিডিয়া রিলিজে বলছিলেন ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) এর ডিরেক্টর গ্রায়েম স্মিথ
“বক্সিং ডে টেস্ট” এবং “নিউ ইয়ার টেস্ট” এ কোভিড ভ্যাকসিন নেয়া সীমিত সংখ্যক দর্শক মাঠে বসেই খেলা উপভোগ করতে পারবে।
ম্যাচের সময়সূচী:
প্রথম টেস্ট: ১৭-২১ ডিসেম্বর; ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ
দ্বিতীয় টেস্ট: ২৬-৩০ ডিসেম্বর; সেঞ্চুরিয়ান পার্ক, প্রিটোরিয়া
তৃতীয় টেস্ট: ৩-৭ জানুয়ারি; নিউল্যান্ডস, কেপ টাউন
প্রথম ওডিআই: ১১ জানুয়ারি; বোল্যান্ড, পার্ল
দ্বিতীয় ওডিআই: ১৪ জানুয়ারি; নিউল্যান্ডস, কেপ টাউন
তৃতীয় ওডিআই: ১৬ জানুয়ারি; নিউল্যান্ডস, কেপ টাউন
প্রথম টি-টোয়েন্টি: ১৯ জানুয়ারি; নিউল্যান্ডস, কেপ টাউন
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২১ জানুয়ারি; নিউল্যান্ডস, কেপ টাউন
তৃতীয় টি-টোয়েন্টি: ২৩ জানুয়ারি; বোল্যান্ড, পার্ল
চতুর্থ টি-টোয়েন্টি: ২৬ জানুয়ারি; বোল্যান্ড, পার্ল