৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার

নিলামে সাউদির জার্সি, বেড়েই চলছে মূল্য

- Advertisement -

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ড; যেখানে অবদান ছিল টিম সাউদির। তিনি যেমন চ্যাম্পিয়ন মাঠে, তেমনি মাঠের বাইরে। অন্তত সাম্প্রতিক ঘটনা সেটাই বলছে। ৮ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত শিশু হলি বিটির চিকিৎসার জন্য নিজের টেস্ট চ্যাম্পিয়নশিপের জার্সি নিলামে তুলেছেন সাউদি।  যেখানে আছে দলের ১৫ সদস্যের স্বাক্ষর।

ট্রেড মি নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে নিলামে তোলা হয়েছে সাউদির জার্সি। নিলাম চলবে আট জুলাই রাত সোয়া আটট পর্যন্ত। মঙ্গলবার পর্যন্ত ১৯৯ বিডে সাউদির জার্সির দাম উঠেছে ৪৩ হাজার ১০০ ডলার। নিজের জার্সির দামের ব্যাপারে বেশ আশাবাদী সাউদি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে টিম সাউদি লিখেছেন তেমনটাই।

ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট

‘বিটির পরিবারের লড়াই আমাদের জন্য দারুণ বার্তা। ক্রিকেট মাঠে আমাদের লড়াই, হার-জিত কোনো কিছুই যারা হলির মতো স্বাস্থ্য নিয়ে ভুগছে তাদের চ্যালেঞ্জগুলোর তুলনায় এগুলা কিছুই নয়। যেহেতু হলি লড়াই চালিয়ে যাচ্ছে আমি আশাবাদী, এই জার্সিটি বিটির পরিবারকে চিকিৎসার প্রয়োজনে কিছুটা সাহায্য করবে।‘

সাউদাম্পটনে উত্তেজনাপূর্ণ ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়  নিউজিল্যান্ড। ম্যাচটি গড়িয়েছিল রিজার্ভ ডে’তে। সাউদি দুই ইনিংস মিলে নিয়েছিলেন পাঁচ উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img