৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার

নিষ্প্রভ রোনালদো; হেরেছে পর্তুগাল

- Advertisement -

লা কার্তুজা স্টেডিয়ামে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে থর্গান হ্যাজার্ডের দারুন গোলে ১-০ গোলের জয় পেয়েছে বেলজিয়াম। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড পূরণ করতে না পারার পাশাপাশি পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যেতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।

শেষ পাঁচ দেখায় পর্তুগালের সঙ্গে কখনো জিততে পারেনি বেলজিয়াম, ৩২ বছরের সেই জয়খরা ঘুচিয়েছে লুকাকুরা। এ জয়ে বৈশ্বিক টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচে জয়ের রেকর্ড বেলজিয়ামের, আর বৈশ্বিক টুর্নামেন্টে শেষ ১১ ম্যাচে বেলজিয়াম জিতেছে দশ ম্যাচে।

হাইভোল্টেজ ম্যাচের প্রথম সুযোগ পায় পর্তুগাল। ম্যাচের ষষ্ঠ মিনিটে দিয়েগো জোতার শট চলে যায় বাইরে দিয়ে। মিনিট বিশেক পর ফ্রিকিক পায় পর্তুগাল, ক্রিশ্চিয়ানো রোনালদোর দুরন্ত ফ্রিকিক দারুন দক্ষতায় ঠেকান থিবো কুর্তুয়া। ৩৭ মিনিটে সুযোগ পায় বেলজিয়াম। থমাস মুনিয়ারের শট পায়নি গোলের দেখা।

মিনিট পাঁচেক পর কাজের কাজটা করেন থেরগান হ্যাজার্ড। মুনিয়ারের পাস থেকে হ্যাজার্ডের গতির ঝড় আছড়ে পড়ে পর্তুগালের জালে। ফলাফল পর্তুগালের বিপক্ষে লিডে বেলজিয়াম। মিনিট কয়েক পর মাঝমাঠে কেভিন ডি ব্রুইনাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন জাও পালিনিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই পায়ে ব্যাথায় মাঠ ছাড়তে বাধ্য হন ডি ব্রুইনা।

বিরতি থেকে ফিরে গোল মিসের মহড়া দিয়েছে পর্তুগাল। ৫৯ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও বল বাইরে মারেন জোতা। দুই মিনিট পর জাও ফেলিক্সের আক্রমন প্রতিহত করেন কুর্তুয়া। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন থর্গান হ্যাজার্ড।

এরপর পরপর দুই সুযোগ হারায় পর্তুগাল। ৮২ মিনিটে রুবেন দিয়াসের হেড ফিরিয়ে দেন কুর্তুয়া। পরের মিনিটে ফেলিক্সের শট পোস্টে প্রতিহত হলে বিষাদে ছেয়ে যায় পর্তুগিজ শিবির। ৮৮ মিনিটে আবার পর্তুগালকে গোলবঞ্চিত করেন কুর্তুয়া।

বাকিটা সময় পর্তুগালের চেষ্টা বিফলে গেছে। একদম শেষ মিনিটে ইয়ানিক কারাস্কোর শট বাইরে চলে যাওয়ায় এটাই প্রমান করে ভাগ্য দেবতা চাননি পর্তুগালের জয়। ফলে বর্তমান চ্যাম্পিয়নদের ইউরো যাত্রা শেষ হয়ে গেল দ্বিতীয় রাউন্ডেই।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img