১৬ অক্টোবর ২০২৪, বুধবার

নেইমারকে ছাড়াই ফ্রেঞ্চ কাপ জিতলো পিএসজি !!

- Advertisement -

টানা দ্বিতীয় এবং সবমিলে ১৪তম বারের মতো ফ্রেঞ্চ কাপ জিতেছে পিএসজি। ফাইনালে নেইমারকে ছাড়াই দুই গোলে হারিয়েছে মোনাকোকে। গোল করেছেন মাউরো ইকার্দি এবং কিলিয়ান এমবাপ্পে।

ছবি: সংগৃহীত

দলের সবচেয়ে বড় তারকা নেইমার এক ম্যাচ নিষিদ্ধ, তাকে ছাড়া ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজির জন্য ছিলো চ্যালেঞ্জিং, তারওপর প্রতিপক্ষ মোনোকো দারুণ ফর্মে। তারপরও জিতেছে পিএসজি, প্রথমার্ধে মাউরো ইকার্দি আর একাশি মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে।

১৯৯১ সালে সবশেষ ফ্রেঞ্চ কাপ জেতা মোনাকো এর আগে পিএসজির সাথেই শেষবার ফাইনাল খেলেছিলো; ২০১০ সালে। পাঁচবারের ফ্রেঞ্চ লিগ জয়ী মোনাকোর এগারো বছর আগের ফাইনাল স্বপ্ন ভেঙ্গেছিলো এক গোলে হেরে, সেই ঘটনার পুনরাবৃত্তি দুই হাজার একুশে।

৪-৫-১ ফরমেশনে খেলা মোনাকো ম্যাচে শুরুতেই পিছিয়ে যায়। ১৯ তম মিনিটে ডিফেন্ডার অ্যাক্সেল দিসাসির ভুলে বল পেয়ে গোলকিপারকে একা পেয়ে যান কিলিয়ান এমবাপ্পে। গোলে শট না নিয়ে ফরাসি স্ট্রাইকার ইকার্দিকে পাস দিলে গোল করার আনুষ্ঠানিকতাটুকুই কেবল পূর্ণ করেছেন ইকার্দি, পিএসজির লিড।

ছবি: সংগৃহীত

এবারের লিগ ওয়ানে পিএসজিকে দুইবার হারানো মোনাকো সেভাবে বেকায়দায় ফেলতে পারেনি পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসকে। তারপরও ফরাসি ফরওয়ার্ড উইসাম বিন ইয়েদের কিংবা সেনাগাল স্ট্রাইকার ক্রেপিন দিয়াত্তার কিছু চেষ্টা পিএসজিকে ভোগাতে পারতো, সেটা হতে দেননি কোস্টারিকান গোলরক্ষক নাভাস। মোনাকো গোল শট নিয়েছে এক ডজন যার মাত্র একটা ছিলো “অন টার্গেট” আর পিএসজি গোলে শটই নিয়েছে ৭টি, যার তিনটি টার্গেটে; দুটো গোল। একটি লেগেছে ক্রসবারে।

ম্যাচের ৮০ মিনিটে এমবাপ্পের দূর পাল্লার শট আটকা পরে ক্রসবারে যদিও এই আক্ষেপ টিকেছে এক মিনিট। এরপরপরই পিএসজির ফ্রেঞ্চ কাপ জয় নিশ্চিত করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার। আনহেল দি মারিয়ার বাড়ানো থ্রু বলে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে “চিপ” করে বল জালে পাঠান কিলিয়ান এমবাপ্পে, তখনো ম্যাচ বাকি নয় মিনিট।

ফ্রেঞ্চ কাপ জেতার পর পিএসজির সামনে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর লিগ ওয়ান জেতারও সুযোগ রয়েছে তবে সেখানে তাদের বাধা লিল। ৩৭ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিল। সমান ম্যাচে ১ পয়েন্ট কম দুইয়ে রয়েছে পিএসজি। ৭৭ পয়েন্টে তিনে থাকা মোনাকোও কাগজে-কলমে টিকে আছে শিরোপা লড়াইয়ে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img