১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

নেইমারের পেলেকে ছাড়িয়ে যাওয়ার ম্যাচে ব্রাজিলের বড় জয়

- Advertisement -

২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। দলের হয়ে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন নেইমার জুনিয়র। আর প্রথম গোলের মধ্য দিয়ে ছাড়িয়ে গেছেন পেলেকে। ব্রাজিলের হয়ে এখন সর্বোচ্চ গোলের মালিক আল হিলাল তারকা।

ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের শুরুটা দাপটের সাথে করে রাফিনিয়া-নেইমাররা। ১৫ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলো ব্রাজিল। বক্সের মধ্যে বলিভিয়ার এক খেলোয়াড়ের হাতে বল লাগায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার। ব্রাজিলিয়ান তারকার মাটি কামড়ানো শট রুখে দেন বলিভিয়া গোলরক্ষক ভিসকারা।

ম্যাচে লিড নিতে বেশিক্ষণ সময় নেয়নি স্বাগতিকরা। ২৪ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় তারা। এরপর বেশ কয়েকবার চেষ্টা করেও জালের দেখা পায়নি রাফিনিয়ারা। তবে বিরতির আগে গোল প্রায় পেয়েই গিয়েছিলেন নেইমার। দারুণ ড্রিবলিং করে বক্সে ঢুকে শট নিয়েছিলেন নেইমার। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ায় গোল পাওয়া হয়নি তার। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

জোড়া গোল করেছেন নেইমার

দ্বিতীয়ার্ধের শুরুতেই নেইমারের অ্যাসিস্টে গোল করেন রাফিনিয়া। এর ঠিক ৬ মিনিট পর ব্যবধান ৩-০ করেন রদ্রিগো। এই দুই গোলের মাঝেই গোল করার সুযোগ পেয়েছিলেন রিচার্লিসন। কিন্তু বক্সের ভিতরে থেকে উড়িয়ে মারেন তিনি। এরপর একের পর এক আক্রমণ করে বলিভিয়ার রক্ষণকে ব্যস্ত রাখে ব্রাজিল। ৬১ মিনিটে দারুণ ফিনিশিংয়ে ম্যাচে নিজের প্রথম গোলটি পেয়ে যান নেইমার। এই গোলের মধ্য দিয়েই পেলের ৭৭ গোলের রেকর্ড ছাড়িয়ে যান তিনি।

৭৮ মিনিটে একটি গোল শোধ দেয় বলিভিয়া। পুরো ম্যাচে তাদের সান্তনা বলতে ওই এতটুকুই। যোগ করা সময়ে নেইমার দ্বিতীয় গোলটি করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img